এবারের সাফ চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসর পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। বাংলাদেশ কিংবা নেপাল- ♛যে দলই শিরোপ🐎া জয়ের শেষ হাসি হাসুক- সে দলই প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপাধারী হবে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ ও নেপাল। বাংলাদেশ সময়🎃 বিকেল সোয়া ৫টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
নেপাল বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল মঞ্চের টিকিট পেয়েছে। ভারতকে গ্রুপ পর্বে বাংলাদেশও ৩-০ গোলের বড় ব্ꩲযবধানে হারিয়েছিল।
বাংলাদ൲েশ টুর্নামেন্টের চার ম্যাচে গোল দিয়েছে ২০টি। নেপাল ৩ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ১১ বার। দুই দলের কেউই টুর্নামেন্টে প্রতিপক্ষের গোল হজম করেনি।
তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে নেপাল। আগের সাফ চ্যাম্পিয়নশিপের দুই দল মুখোমুখি হয়েছিল তিনবার। তিন ম্যাচে✨ই জয় পেয়েছে নেপাল। সুতরাং বাংলাদেশ ফাইনালে নেপালকে হারাতে পারলে প্রথমবার শিরোপা জয়ের অভিজ্ঞতা তো বটেই, পাশাপাশি নেপালকে প্রথ൩মবার হারানোর স্বাদও পাবে।