মেসিকে আরো তিন বছর পিএসজিতে চান ক্যাম্পোস

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০২:১১ পিএম

তিন বছরের জন্য ফরাসি ক্লাব পিএসজির ক্রীড়া পর෴িচালকের দায়িত্ব নিয়েছেন লুইস ক্যাম্পোস। তার দায়িত্ব নে𝐆ওয়ার বছরই চুক্তির শেষ বছরের খেলা শুরু করেছেন লিওনেল মেসি। তবুও ক্যাম্পোসের আশা তার চুক্তির মেয়াদের পুরো সময়টা মেসি পিএসজিতে থাকবেন।

২০⭕২১ সালের জুনে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। দুই বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দেওয়া মেসির চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৩ সালের জুনে। অবশ্য চুক্তি অনুযায়ী আরো এক বছর মেয়াদ বাꦬড়ানোর সুযোগ আছে মেসির সামনে।

তবে লুইস ক্যাম্পোসের চাওয়া এক বছর নয়, আরো তিন বছর ক্লাবটির হয়ে খেলবেন মেসি। এই সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি জানতে চেয়েছিলাম মেসি থাকতে চায় কি-না। আশা করি,𓃲 আমার চুক্তির পুরো সময় (তিন বছর) এখানে থাকবেন। লিওর (লিওনেল মেসি) পারফর্মেন্সে আমি দারুণ খুশি।”

ধারণা করা হচ্ছে, কাতার বিশ্বকাপের পরই মেসি কꦫ্লাব ছাড়বেন কি-না সেই বিষয়ে𒅌 চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। আপাতত বিশ্বকাপ নিয়েই ভাবছেন মেসি।

বিষয়টি নিশ্চিত করেছেন লুইস ক্♍যাম্পোসও। তিনি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের আগে মে🃏সি দল ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিবেন না।