এশিয়ান কাপ অনূর্𒁃ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কাতারের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। প্রথমার্ধে বাংꩲলাদেশ ১-০ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করতে হয়েছে তাদের।
টুর্নামেন্টে প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে ড্র করে লাল-সবুজের বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে জয় পাওয়ার পর প্রত🌠্যাশা বেড়ে যায়। তবে তৃতীয় ম্যাচে হতাশ হতে হয় তানভীরদের।
শুক্রবার রাতে বাহরাইনে বাংলাদেশের বিপক্ষে ফেবারিট ছিল কাতার। তবে বাংলাদেশও ম্যাচে ফের🉐ার 𝄹জন্য লড়াই করে। শেষ পর্যন্ত লাল-সবুজদের ৩-০ গোলে হারতে হয়।
ম্যাচের ২৩ মিনিটে গোল করে এগিয়ে যায় কাতার। বাংলাদেশের ডিফেন্ডারে𝔍র ভুল পাসে কাতারের আহমেদ আল-রাউয়াই পরাস্ত করেন বাংলাদেশের গোলরক্ষককে।
দ্বিতীয়ার্ꦜধের ৬০ মিনিটে ব্যবধান ২-০ করে কাতার। এবার বাংলাদেশ গোলরক্ষকের ভুলে আল-রাউয়াই নিজের দ্বিতীয় গোল আদায় করেন। ম্যাচের শেষের দিকে পেনাল্টিতে আবার গোল পান রাউয়াই। এই গোলের মাধ্যমে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট চার। চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা দ🎃েখা দিলেও কাতারের বিপক্ষে হারের কারণে সে সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে।