অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নামিব💯িয়া ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বꦜর) এই দল ঘোষণা করে নামিবিয়া ক্রিকেট বোর্ড। তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণ গড়া এই দলকে নেতৃত্ব দেবেন গেরহার্ড ইরাসমাস।
নামিবিয়ার বিশ্বকাপ দলে অধিনায়ক গেরহার্ড এরাসমাস, সহ অধিনায়ক জেজে স্মিত, স্টিফেন বার্ড, জ্যান ফ্রাইলিঙ্ক, নিকোল লোফটি ইটন, রুবেন 𒈔ট্রাম্পেলম্যান এবং ডেভিড ভিসার মতো অভিজ্ঞ খেলোয়াড়রা আছে। ২০২১ বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন তারা। এবারো তাদের হাত ধর💞েই দলটি দারুণ কিছু করার অপেক্ষায়।
নামিবিয়ার ঘোষিত স্কোয়াডে কিছু নতুন নামও এসেছে। উইকেটর♛ক্ষক-ব্যাটার লোহান লউরেন্স, ব্যাটার ডিভান লা কক এবং পেসার টাঙ্গেনি লুঙ্গামেনি প্রথমবারের মতো কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অং🍸শ নেবেন।
টুর্নামেন্টের রাউন্ড ওয়ান পর্বের গ্রুপ এ-তে নামিবিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরাত। নামিবিয়া ১৬ অক্টোবর জিলংয়ের কার্দিনিয়া পার্কে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের💝 অভিযান শুরু করবে।
একই ভেন্যুতে ১৮ অক্টোবর নেদারল্যান্ডস এবং ২০ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হব🅘ে ত🤪ারা। শীর্ষ দু’দল খেলার সুযোগ পাবে বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে।
নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াড:
গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেজে স্মিত (সহ অধিনায়ক), ডিভান লা কক, স্টিফেন বার্ড, নিকোল লোফটি ইটন, জ্যান ফ্রাইলিঙ্ক, ডেভিড ভিসা, রুবেন ট্রাম্পেলম্যান, জেন গ্রিন, বার্নাౠর্ড স্কোল্টজ, টাঙ্গেনি লুঙ্গামেনি, মাইকেল ভ্যান লিংজেন, বেন শিকঙ্গো, কার্ল বার্কেনস্টক , লোহান লউরেন্স, হেলাও ইয়া ফ্রান্স।