বাংলাদেশের বিপক্ষে জোড়া শতকে মাস সেরা রাজা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৩:২৫ পিএম

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ জয়ের নৈপথ্যে ছিলেন জিম্বাবুইয়ান ক্রিকেটার সিকান্দার রাজা। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ছিল ভারতের বিপক্ষেও। তাতে আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার নির্ꦚবাচিত হয়েছেন সিকান্দার রাজা।

প্রথম জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সিকান্দার রাজা। মনোনয়ন পাওয়ার সময়ও প্রথম 🧸জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতির জন্য মনোনীত হয়েছিলেন।

বাংলাদেশের টানা দুই ওয়ানডেতে হেসেছিল সিকান্দার রাজার ব্যাট। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ১৩৫ ও ১১৭ রানে অপারজিত ছিলেন তিনি। তৃতীয় ম্যℱাচে গোল্ডেন ডাকের ꦛশিকার হয়ে ফিরতে হয়েছিল।

বাংলাদেশের বিপক্ষে ব্যাটꦐ হাতে রাজত্ব করা রাজা মাস জুড়ে বল হাতেও ছিলেন অসাধারণ। পুরো মাসে সব ফরম্যাটಌ মিলিয়ে ৭ উইকেট শিকার করেছিলেন এই অলরাউন্ডার।

জিম্বাবুয়ের সিকান্দার রাজার সাথে মাস সেরা হওয়ার লড়াইয়ে ছিলেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও ইংল্যান্ডের বেন স্টোকস। তাদেরকে প𝓡িছনে ফেলে স🤪েরার স্বীকৃতিটা উঠেছে রাজার মাথাতেই।

ছেলেদের ক্রিক🔯েটের পাশাপাশি মেয়েদের ক্রিকেটেও মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেয় আইসিসি। ২০২২ সালের আগসܫ্ট মাসে এই স্বীকৃতি পেয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার তাহিলা ম্যাকগ্রা।

আইসিসির কাছ থেকেও এই স্বীকৃতি দলের সবার জন্য উৎসর্গ করেছেন সিকান্দার রাজা। বলেন, “প্রথম জিম্বাবুইয়ান হিসেবে এই স্বীকৃতি ꧙পাওয়া দারুণ ব্যাপার। ড্রেসিং রুমে সবার দারুণ সহযোগিতাতেই আমার এই স্বীকৃতি এসেছে। জিম্বাবুয়ের সকল সমর্থক, ক্রিকেটার ও দলের কোচিং স্টাফদের ধন্যবাদ। তারা না থাকলে এটা স🎀ম্ভব হতো না।”