তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে চ্যাপেল-হ্যাডলি ট্রফি জয় নꦕিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে সি൩রিজের শেষ ওয়ানডে হবে অধিনায়ক অ্যারন ফিঞ্চের শেষ ম্যাচ। এই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারবেন না অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।
সিরিজ জয় নিশ্চিত হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের আগে অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে বা꧃দ দেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নারকে।⭕ মূলত কাজের চাপ কমাতেই তাকে ছুটিতে পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ওয়ার্নারকে ছুটি দেওয়ার মুহূর্তে দল থেকে বাদ পড়েছেন মার্কাস স্টয়নিস। মূলত সাইড স্ট্রেইনের চোটের কারণে তাকে ছাড়াই খেলতে নামবে দলটি।🃏 ইনজুরি থেকে মুক্ত হতে রিহ্যাব সেশন করতে ইতিমধ্যেই পার্থের উদ্দেশে রওয়ানা হয়েছেন স্টয়নিস।
স্টয়নিসের🅺 বদলি হিসেবে ওয়ানডে দলে ডাক পেয়েছেন নাথান এলিস। জাতীয় দলের হয়ে তিন ওয়ানডে খেলা এই পেসার ইতিমধ্যেই সꦍ্কোয়াডে যুক্ত হয়েছেন।
ওয়ার্নারকে ছুটি দেওয়ায় মার্নাস ল্যাবুশেনকে ওপেনিংয়ে দেখা যাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়েꦚ ফিঞ্ওচের সঙ্গী হবেন ল্যাবুশেন।
অস্ট্রেꦉলিয়ান অলরাউন্ডারদের ইনজুরির বিষয়টি মোটেও নত♚ুন নয়। স্টয়নিসের আছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে পারছেন না মিচেল মার্শ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি।