বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি টেস🔥্ট র্যাংকিংয়ের হালনাগাদকৃত তালিকা প্রকাশ করেছে। ভারতের বিপক্ষে জোড়া সেঞ্চুরিতে র&zꦑwj;্যাংকিংয়ের দুইয়ে উঠে এসেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। বোলারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে জিমি অ্যান্ডারসন ও জেশন হোল্ডারদের।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন জো রুট। প্রথম টেস্ট ড্র হলেও দ্বিতীয় টেস্ট হেরেছে ইংল্যান্ড। দল হারলেও দুর্দান্ত পার🉐ফরম্যান্সে দুই ধাপ এগিয়ে র্যাংকিংয়ের দুইয়ে উঠে এসেছেন তিনি। ৯০১ পয়েন্ট নিয়ে টেস্টে আইসিসির সেরা ব্যাটসম্যান হিসেবে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে দুই অস্ট্রেলীয় স্টিভ স্মিথ ও মারনাস লাবুশেইন। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে আছেন তিন ভারতীয় বিরাট কোহলি, রোহিত শর্মা ও রিশাব পান্ত। অষ্টম স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম।
টেস্টের সেরা বোলার হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।
সেরা ১০ ব্যাটসম্যান-
১. কেন উইলিয়ামসন
২. জো রুট
৩. স্টিভ স্মিথ
৪. মারনাস লাবুশেইন
৫. বিরাট কোহলি
৬. রোহিত শর্মা
৭. রিশাব পান্ত
৮. বাবর আজম
৯. ডেভিড ওয়ার্নার
১০. কুইন্টন ডি কক
টেস্টের সেরা ১০ বোলার-
১. প্যাট কামিন্স
৩. টিম সাউদি
৪. জশ হ্যাজেলউড
৫. নেইল ওয়েগনার
৬. জিমি অ্যান্ডারসন
৭. কাগিসো রাবাদা
৮. স্টুয়ার্ট ব্রড
৯. জেসন হোল্ডার
১০. জাসপ্রীত বুমরাহ