টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ০৭:৫৪ পিএম

টস জিতে ব্যাটিংয়ের൩ সিদ্ধান্ত𝓀 নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ দলে সাকিবের সঙ্গে ফিরেছেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ নাঈম। সর্বশেষ জিম্বাবুয়ে সফরে বিশ্রামে ছিলেন মুশফিক।💦 নাঈম প্রাথমিকভাবে এশিয়া কাপের দলে না থাকলেও সুযোগ 🦋পান নুরুল হাসান ছিটকে যাওয়াতে। এনামুল হকের সঙ্গে ওপেনার হিসেবে আজ একাদশে আছেন তিনি।

চোট কাটিয়ে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও আছেন🌄 দলে।

শুরুতে ব্যাটিং করার ব্যাপারে অধিনায়ক সাকিব বলেছেন, “আমরা শুরুতে ব্যাটিং করব, এটা আফগানদের 🍬জন্য কঠিন হবে। আমরা তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছি। বোলিংটা এখান থেকেই কভার হয়ে🐬 যাবে। ওরা শক্ত প্রতিপক্ষ, আমরাও ভালো করা চেষ্টা করব।

এদিকে💯, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙেনি আফগানিস্তান, অপরিবর্তিত দল নিয়েই নামছে তারা।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহীম জাদরান, হজরতউল্লাহ জাজা🦄ই, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, ফজলহক ▨ফারুকি, নভিন উল হক, মুজিব উর রহমান।

বাংলাদেশ একাদশ: সাকিব আল🅠 হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ নাঈম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আ𝔉হমেদ।