সলিডারিটি গেমসে নাহিদের ইতিহাস, রেকর্ডের অপেক্ষা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৩, ২০২২, ০৮:৫০ পিএম

সাঁতারে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশের মাহমুদুন্নবী নাহিদ। ইসলামী সলিডারিটি গেমসে ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো 🌱সাঁতারু সেমিফাইনালে উঠেছে।

শনিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় অনু꧟ষ্ঠিত হবে এ ইভেন্টের সেমিফাইনাল। এবারের সলিডারিটি গেম♔সের আয়োজক তুরস্ক।

জানা গেছে, কমনওয়েলথ গেমসে খুব ভালো পারফরম্যান্স ছিল না নাহিদের। তবে, সলিডারিটি গেমসে ১০০ মিটার বাটারফ্লাইয়ে ৫৬ দশমিক ২০ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে উঠেছেন তিনি। তিন নম্বর হিটে নেমে আটজনের মধ্যে নাহিদ হয়েছেন পঞ্চম।♔ এই হিটে প্রথম হয়ে সেমিফাইনালে উঠেছেন ইরানের সাঁতারু মেহেরাশ আফগারি। তিনি সময় নেন ৫৪ দশমিক ৭৫ সেকেন্ড।

আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশের সাঁতারুদের এমনিতেও উল্লেখযোগ্য অর্জন দেখা যায়নি। এর আগে, ২০১৪ সালে চীনে অনুষ্ঠিত যুব অলিম্পিক গেমসের ৫০ মিটার ফ্রি স্টাইলে আসিফ রেজা উঠেছিলেন কোয়ার্টার ফাইনালে।&ꦑnbsp;