কিংবদন্তি ফুটবলার জার্ড মুলার আর নেই 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ০৬:২৭ পিএম

জার্মানি ও বায়ার্ন মিউনিখের কিংবদন্তি ফুটবলার জার্ড মুলার আর নেই। ৭৫ 🐟বছর বয়সে রোববার (১৫ আগস্ট) মারা যান তিনি। 

তার সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখ এ খবর নিশ্চিত করে জানিয়েছে, "জার্মানির গ্রেড মুলার, যিনি ফুটবলের অন্যতম সেরা গোলদাতা এবং 'বোম্বার ডের নেশন' নামে পরিচিত, তিনি ৭৫ বছর বয়সে মারা গেছেন।" 

বায়ার্নের প্রেসিডেন্ট হারবার্ট হেইনার এক বিবৃতিতে বলেছেন, "আজ বায়ার্ন ও তার ভক্তদের জন্য একটি দুঃখখজনক দিন। জার্মানির রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ আর জ🌼ার্মান জাতীয় ফুটব🔯ল দলের হয়ে বহু ইতিহাস গড়েছেন মুলার। তার নাম এবং তার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে।"

১৯৭০ সালে জিতেছেন ব্যালন ডি’অর জিতে🎃ন তিনি🐭। 

জার্মান জাতীয় দলের হয়ে ৬২ ম্যাচে ৬৮টি গোল করেন তিনি। ১৯৭২ সালে তিনি জার্মানির হয়ে জিতেছেন ইউরো। দুটি বিশ্বকাপ ♎খেলে ১৪টি গোল করেন তিনি। ২০০৬ বিশ্বকাপের আগ পর্যন্ত তিনিই ছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। 

মুলার বায়ার্নের𝔉 হয়ে ৬꧑০৭ ম্যাচে ৫৬৬ গোল করেন তিনি। বুন্দেসলিগায় সর্বোচ্চ সাতবার সেরা গোলদাতা হয়েছেন তিনি।