মেসিকে না পেয়ে আগুয়েরোর মন খারাপ- মারিয়া

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ০৫:৩৯ পিএম

প্যারিস সেন্ট জার্মেইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া স্বীকার করেছেন যে লিওনেল মেসির বিদায়ের পর বার্সেলোনা স্ট্রাইকাꦺর সার্জিও আগুয়েরো খুব খারাপ অনুভব করছেন। বার্সায় মেসি থাকছেন এমন প🙈্রলোভন দেখিয়ে এই গ্রীষ্মে আগুয়েরোকে দলে টেনেছেন কাতালানরা। 

কিন্তু লা লিগার আর্থিক অসঙ্গতির কারণে ইচ্ছা সত্ত্বেও মেসিকে দলে রাখতে পারেন নি বার্সা সভাপতি। মেসিকে🐬 বার্সায় না পেয়ে মন খারাপ করেছেন আগুয়েরো এমনটাই জানিয়েছেন জাতীয় দলের🐠 সতীর্থ ডি মারিয়া। 

টিসি স্পোর্টসে দꩲেও🌱য়া এক সাক্ষাৎকারের হাসতে হাসতে মারিয়া বলেন, "কুন পারলে আত্মহত্যা করে, কি আর করার আছে?" 

"মেসি বার্সেলোনা ছেড়েছেন। তবে, সবচেয়ে খারাপ বিষয় হল যে, সে ꦿআবার চোট পেয়েছে এবং কয়েক সপ্তাহের জন্য বাইরে থাকবে। এটাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার।"

মেসির সঙ্গে খেলা খুবই সহজ জানিয়ে কোপা জয়ﷺী মারিয়া বলেন, "সত্যি বলতে আমার জন্য মেসির সঙ্গে খেলা খুবই সহজ। আপনি যদি দৌড় দেন, সে আপনার কাছে বল 💝পাঠাবে এবং এটি আপনার পায়েই এসে পড়বে।"

মেসির সঙ্গে ভালো সম্পর্ক নিয়ে মারিয়া বলেন, "কোন কিছুর জন্য কোন অজুহাত নেই। মাঠে এবং মাঠে তার সঙ্গে আমার চমৎকার সম্পর্ক রয়ে𒀰ছে। তিনি ꦐকী চান তা দেখা সহজ।" 

মেসিকে অন্য গ্রহের খেলোয়াড় জানিয়ে মারিয়া ব🃏লেন, "মেসি অন্য জগতের। আপনি তার দিকে পাথর ছুঁড়ে মেরেছেন অথচ দেখবেন তিনি এটিকে থামিয়ে দিয়েছেন।  তিনি আপনাকে এমনভাবে পাস করেছেন যেন এটি কিছুই নয়, অন্যলোক কি ভাবছেন তা তিনি আগেই ভেবে ফেলেন। আমি তার মতো কাউকেই দেখিনি।" 

যুগের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলেও মেসিকেই সেরা বলছেন এই আর্জেন্টাইন। তিনি বলেন, "আমি ক্রিস্টিয়ানো, নেইমার, এমবাপ্পে, রুনি, ভ্যান পার্সি, ইব্রাহিমোভিচ, বেনজেমা, বেলের সঙ্গে খেলেছি এবং সত্যি বলতে আমি মেসির ম🌊তো কাউকেই দেখিনি। তিনি অনন্য,তিনি সবার থেকে আলাদা।"&🐷nbsp;

প্যারিসে এসে মেসি ভালো বোধ করছেন মেসি, "আমি মনে করি কাতালোনিয়ার চেয়ে মেসি এখানে ভালো বোধ করবেন। প্যারিসে তিনি যে সংবর্ধনা পেয়েছেন, আমি মনে করি তিনি ইতিমধ্যে বুঝতে পেরেছেন তিনি কী নিয়💜ে এসেছেন, ভবিষ্যতে কী করবেন।" 

এখনকার সমর্থকেরা মেসির জন্য অপেক্ষা করছে🌊ন জানিয়ে মারিয়া বলেন, "এখানকার লোকেরা প্রতিটি প্র্যাকটিস সেশনে এবং প্রতিটি খেলায় তাকে দেখবেন। এখন আমরা যখন বাইরে যাই তখন কমপক্ষে ২০০ জন মানুষ আমাদের চারপাশে থাকে।"

আরও সংবাদ