ফিফা উইন্ডোতে বাফুফেকে বিকল্প প্রস্তাব কম্বোডিয়ার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৭, ২০২২, ০১:৪৬ পিএম
ছবি- সংগৃহীত

আগামী সেপ্টেম্বর মাসের ১৯ থেকে ২৭ তারিখের ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে চারটি দেশকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এসময় অন্তত দুটি ম্যাচ খেলতে কম্বোডিয়া, গ🐻ুয়াম, চাইনিজ তাইপে ও লাওসকে প্রস্তাব দিয়ে দিয়েছে বাফুফে।

সেই প্রস্তাবে এখন পর্যন্ত একমাত্র কম্ജবোডিয়া সাড়া দিয়েছে। তবে তারা জাপান অনূর্ধ্ব-২৩, বাংলাদেশ জাত✱ীয় দল, কম্বোডিয়া জাতীয় দল এবং কম্বোডিয়া অনূর্ধ্ব-২৩ দল নিয়ে একটি সিরিজ আয়োজন করতে চায়।

এই বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সো💎হাগ বলেছেন, “খেলাগুলোর ফরম্যাট কেমন হবে জানিয়েছে কম্বোডিয়া। একটি ম্যাচ খেলবে বাংলাদেশ ও কম্বোডিয়া এবং আরেকটি ম্যাচ খেলবে জাপান অনূর্ধ্ব-২৩ দল ও কম্বোডিয়া অনূর্ধ্ব-২৩ দলের। এই দুই ম্যাচের জয়ী দুই দল খেলবে আরেকটি ম্যাচ, পরাজিত দু🥂ই দল খেলবে আরেকটি ম্যাচ। প্রতিটি দলের তখন দুটি করে ম্যাচ খেলা হবে।”

কম্বোডিয়ার প্রস্তাবটি বাফু🍬ফের টেকনিক্যাল ডিপার্টমেন্ট ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যানকে অবগত করা হয়েছে। তবে সেই প্রস্তাবে ইতিবাচক ফিডব্যাক পায়নি বোর্ড।

মো. আবু নাইম সোহাগ আরও জানান, “আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যেকোনো জাতীয় দলের বিপক্ষেꦡ দুটি ম্যাচ খেলা। আমরা আবার কম্বোডিয়াকে জানাবো যে, তাদের জাতীয় দলের সঙ্গেই দুটি ম্যাচ খেলতে চাই। যোগাযোগ চলছে। আশা করি, সোম-মঙ্গলবারের মধ্যে জানানো যাবে যে কম্বোডিয়ার সঙ্গে আমাদের খেলা সম্ভব কি না। কম্বোডিয়ার চাওয়া হলো সেখানে গিꦿয়ে আমাদের খেলতে হবে। দরকার হলে আমরা সেখানে গিয়েই ম্যাচ খেলবো।’

এ বছর বাংলাদেশ এখন পর্যন্ত ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে তিনটি ফ্রেন্ডলি ও তিনটি টুর্নামেন্টের। ছয় ম্যাচের একটিও জিততে পারেনি বাংলাদেশ। চারটি হেরেছে,🀅 দুইটি ড্র করেছে। বাংলাদেশ সবশেষ ম্যাচ জিতেছে গত বছর নভেম্বরে, মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলে।

আরও সংবাদ