চলতি বছরের দুটি ফিফা উইন্ডোতে তিনট൩ি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এখন সেপ্টেম্বর ෴উইন্ডোর জন্য দল খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এজন্য চারটি দেশকে প্রস্তাব দিয়েছে বাফুফে। দেশগুলো হচ্ছে- লাওস, কম্বোডিয়া, চাইনিজ তাইপে ও গুয়াম।
চলতি বছরের মার্চ মাসের উইন্ডোতে মালদ্বীপ-মঙ্গোলিয়া এবং জুনের উইন্ডোতে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছে জামাল ভূঁইয়ারা। এর মধ্যে মালদ্বীপের কাছে ২-০ গোলে হের🍰েছে এবং অন্য দুইটি ম্যাচ গোলশূন্য ড্র করেছে হ্যাভিয়ের কারবেরার দল।
এদিকে আগামী 🅘১৯ থেকে ২৭ সেপ্টেম্বর- এই ৯ দিন ফিফা উইন্ডোতে বাংলাদেশের চার🎃টি ম্যাচ রয়েছে। এজন্য দেশগুলোকে প্রস্তাব দিয়েছে বোর্ড।
বুধবার (১৩ জুলাই) এই বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক মো. আবꦛু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা সেপ্টেম্বর উইন্ডোতে ম্যাচ খেলার জন্য চারটি দেশকে প্রস🧸্তাব দিয়েছি। এখনও কোন দেশ থেকে ইতিবাচক জবাব পাইনি। আবার দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করবো। কোনো দেশ খেলতে রাজি হলে তখন সিদ্ধান্ত হবে খেলা কোথায় হবে।’
এ বছর বাংলাদেশ এখন পর্যন্ত ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে তিনটি ফ্রেন্ডলি ও তিনটি টুর্নামেন্টের। ছয় ম্যাচে💝র একটিও জিততে পারেনি বাংলাদেশ। চারটি হেরে🅘ছে, দুইটি ড্র করেছে। বাংলাদেশ সবশেষ ম্যাচ জিতেছে গত বছর নভেম্বরে, মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলে।