ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্𓂃ট জার্মেইর (পিএসজি) নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়ের দলের সঙ্গে যুক্ত হয়েই পুনর্গঠনের দিকে নজর দিচ্ছেন। এজন্য আসন্ন নতুন মৌসুমের আগে ফরাসি চ্যাম্পিয়নরা তাদের ১১ জন খেলোয়াড়কে বিক্রির খাতায় তুলেছে। খবর ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ এবং লা প্যারিসিয়েন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পিএসজি এরই✱ মধ্যে ক্লাবের ১১ খেলোয়াড়কে বিক্রির জন্য তালিকাভুক্ত করে ফেলেছে। তবে তাদের জন্য দল খুঁজে পাওয়া কঠিন হবে। এর মধ্যে ৬জন ফুটবলারই মধ্যমাঠের। এরা হলেন- লিয়ান্দ্রো পারেদেস, অ্যান্ডার হেরেরা, জর্জিনিও ওয়াইনাল্ডামরা, মাউরো ইকার্দি, আব্দু দিয়ালো ও লেভিন কুরজাওয়া।
তবে দলটির শীর্ষ খেলোয়াড়দের মধ্যে লিওনেল মেসি এবং নেইমারের ভ�🐟�বিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও নতুন তালিকায় তাদের নাম নেই।
পিএসজিতে নেইমারের ভবিষ্যৎ নিয়ে ব্যাপক অনিশ্চয়তা থাকলেও নতুন কোচের বক্তব্যের পর আপাতত সেটা ঘুচে গেছে। গালতিয়ের দায়িত্ব নিয়েই নেইমারকে রেখে দেওয়ার ব্য🎀াপারে উদ্যোগী হওয়ার কথা বলেছেন।
নেইমারকে রেখে দিলেও দায়িত্ব নিয়ে নিজের ⭕প্রথম সংবাদ সম্মেলনেই স্কোয়াড কাটছাঁট করার বার্তা দিয়েছিলেন গাল𒀰তিয়ের, ‘আমাদের স্কোয়াড ছোট করতে হবে। যেসব খেলোয়াড়রা পুরো মৌসুমে বেঞ্চে বসেই কাটায়, তাদের রাখার প্রয়োজন নেই।’
নতুন মৌসুমকে সামনে রেখে এর♋ই মধ্যে শুরু হয়ে গেছে পিএসজির প্রাক-মৌসুম অনুশীলন। নতুন কোচের সঙ্গে বোঝাপড়া তৈরি করতে ছুটি কমিয়ে এক সপ্তাহ আগেই ক্যাম্পে যোগ দিয়েছেন মেসি-নেইম🍰াররা।