ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে হারের পর দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী ভারত। সিরিজে হোয়াইটওয়াশ করার মিশনে ভারত বোলিং করতে এসে ডেভিড মালানের ৭৭ ও লিয়াম লিভিংস্টোনের অপরাজিত ৪২ রানে ভর করে ইংলিশরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৫ রান করেছে। ফলে হোয়াইটওয়াশের জন্য ভারতের দরকার ২১৬ রান।
রোববার (১০ জুলাই) ট্রেন্ট ব্রিজে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যা💯চে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। প্রথম দুই ম্যাচে রানখরায় থাকা ইংল্যান্ডের ওপেনাররা এদিন দেখেশুনে খেলেন। জেসন রয় ২৬ বলে ২৭ রান করে। অধিনায়ক বাটলার ৯ বলে ১৮ রান করেন।
ওয়ান ডাউনে নামা ডেভিড মালান ৩৯ বলে ৬ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৭৭ রান করেন। মিডল অর্ডারে লিয়♔াম লিভিংস্টোন ৪২ রানে অপরাজিত থাকেন। তবে শেষ দিকে হযারি ব্রুকস ১৯ ও ক্রিস জর্ডান ১১ রানের কামিও ইনিংস খেলে ভারতের সামনে বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয়।
ভারত বোলিংয়ে রবি বিষ্ণোই ও হার্শাল প্যাটেল ২টি কর⛦ে উইকেট পান। এছাড়া আভেশ খান ও উমরান মালিকের শিকার ১টি করে।