জিম্বাবুয়ে সফরেও ছুটিতে সাকিব

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ৭, ২০২২, ০৭:০৬ পিএম
ছবি সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলরাউন্ড🐲ার সাকিব আল হাসান ওয়ানডে সিরিজ খেলতে চান🌄 না, এটা আগেই জানা গিয়েছিল। এই সিরিজের সঙ্গে আসন্ন জিম্বাবুয়ে সফরেও দলের সঙ্গে থাকছেন না বাংলাদেশের তারকা এই ক্রিকেটার।

বৃহস্পতিবার (৭ জুলাই) শের-🔯ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এই তথ্য নিশ্💎চিত করেছেন।

জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে নির্বাচক প্যানেলের সঙ্গে বৈঠকে বসেছিলেন বোর্ড কর্মকর্তারা। বৈঠক শেষে জালাল সাংবাদিকদের জানান, "আসন্ন জিম্বাবুয়ে সফরে সাকিবকে দলের সঙ্গে পাওয়া যাচ্ছে না।"

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ১০, ১৩ এবং ১৬ জুলাই গায়ানায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ♎খেলবে বাংলাদেশ। এরপর বাংলাদেশ দল দেশে ফিরে জিম্বাবুয়ের উদ্দেশ্যে🍷 যাত্রা করবে আগামী ২৫-২৬ জুলাই। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা।

জালাল বলেছেন, ‘(জিম্বাবুয়ে সফরে) সিনিয়র খেলোয়াড়দের বেশিরভাগই থাকছে। তারা সবাই খেলতে চায়। সিনিয়র মানে যারা খেলে সবাই-ই তো সিনিয়র, কয়েকজন ছাড়া এখন তো সিনিয়রর♌াই খেলছে। তারা জানিয়েছে তারা এভেইলেবল।’

তবে সাকিব যে ছুটি চেয়েছেন সেটি জ🌄ানিয়ে তিনি আরও বলেন, ‘সাকিব (জিম্বাবুয়ে♛তে) যাচ্ছে না, আগেই আমাদের জানিয়েছে। আজ নির্বাচকদের সাথে আমরা বসেছিলাম। তারা একটা দল চূড়ান্ত করছেন। যে দল এখন আছে, তাদের সবাই থাকছে।’

জালালের শেষ কথা, ‘জিম্বাবুয়েতে পূর্ণশক্তির দল যাবে। হয়তো পয়েন্টের খেলা না, চ্যাম্পিয়নশিপ বা সুপার লিগ না। কিন্তু সিরিজটি গুরুত্বপূর্ণ। আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমরা যাতে ভালো পারফরম্যান্স করতে পারি। অনেকে বলছিল দ্বিতীয় সারির দল। দ্বিতীয় সারির দল যাচ্ཧছে না, আমরা শক্ত বাংলাদেশ দল পাঠাতে চাই।’