অনেকদিন ধরেই গুঞ্জন চলছে পিএসজি নেইমার জুনিয়রকে𒈔 বিক্রি করতে চাইছে। ভালো দাম পেলে ব্রাজিলিয়𝕴ান ফরোয়ার্ডকে বিক্রি করে দেবে ফরাসি ক্লাবটি। চেলসির খেলোয়াড় ও নেইমারের স্বদেশি থিয়াগো সিলভার মতে, নেইমার পিএসজি ছাড়লে চেলসিতে যোগ দেওয়া উচিত।
২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে প্যারিসে পাড়ি জমান নেইমার। এখানে তিনি তিনি চমৎকার সময় কাটিয়েছেন। আর্জেন্টাইন সেরা তারকা লিওনেল মেসি, ফ্রান্সে𓆏র অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তিনি ড্রেসিংরুম ভাগাভাগি করছেন।
সিলভাকে স্বদেশি নেইমারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “নেইমারকে চেলসিতে আসতে হবে। সে যদি পিএসজি ছেড়ে ইংল্যান্ডে যায়, তবে এটাই হবে ভালো সিদ্ধান্ত। যদি এমনটা হয়, তবে এটি সেরা সিদ্ধান্ত হবে। নেইমার এমন একজন ব্যক্তি যার মন্তব্যের প্রয়োজন নেই। তার পারফরম্যান্সের🙈 কারণে, তার গুণের কারণে সে অনন্য। সে আমার একজন দারুণ বন্ধু। আমি তাকে এখানে চেলসিতে পেলে খুশি হবো। কিন্তু এখন পর্যন্ত আমি কিছুই জানি না। তার বিপক্ষে খেলার চেয়ে তার সঙ্গে খেলা ভালো।”
নেইমার পিএস🅠জির হয়ে এখন পর্যন্ত ১৪৪টি ম্যাচ খেলেছেন। গোল পে𝓡য়েছেন ১০০টি এবং অ্যাসিস্ট করেছেন ৬০টি।