ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোকে ফ্রি ট্রান্সফারে দলে ভেড়ায় স্প্যানিশ🃏 ক্লাব বার্সোলোনা। ক্লাবের হয়ে এখনো মাঠে নামা হয়নি এই আর্জেন্টাইনের। তবে এরই মধ্যে ক্লাব ছাড়ার কথা বলছেন তিনি। কারণ হিসেবে বার্সার বিশ্বাসঘাতকতাকে সামনে আনছেন তিনি।
ন্যু ক🌃্যাম্পে আসার কয়েক মাস পরেই বার্সেলোনা ছাড়তে চান তিনি। কারণ বার্সার পক্ষ থেকে আগুয়েরোকে হয়েছিলো, কাতালান ক্লাবটি যে করেই হোক তাদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসিকে দলে রাখবে। কিন্তু বার্সা তা মেসির সঙ্গে নত꧙ুন চুক্তি করতে পারেনি।
আগুয়েরোকে ꦓবার্সা প্রতিশ্রুতি দি🍸য়েছিল যে, সে তার জাতীয় দলের সতীর্থের সাথে খেলবে।
বার্সা 𝐆তাদের দেওয়া কথা রাখতে পারেননি। তাই ভবিষ্যতের কথা ভেবে বার্সা ছাড়ার কথা ভাবছে আগুয়েরো।
স্൩পেনের এক রিপোর্টে বলা হয়েছে যে, তার ভবিষ্যত নিয়ে তিনি সন্দীহান এবং ক্লাবে তার ভাল লাগছে না। এ বিষয়ে এখন তিনি তার আইনজীবীকে চুক্তি পর্যালোচনা করতে বলেছেন।
ম্যানচেস্টার সিটিতে দশ বছর কাটানোর প🙈র মে মাসের শেষের দিকে দুই বছরের চুক্তিতে বার্সেলোনা এসেছিল আগুয়েরো।