তিন ম্যাচের আন্তর্জাতিক রাগবি সিরিজে নেপালকে ৩-০ ব্যবধানে হোয়াইটಌওয়াশ করেছে বাংলাদেশ জাতীয় রাগবি দল। বুধবার (২২ জুন) রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে ৩১-৭ ব্যবধানে নেপালকে হারিয়েছেন তারা।
এর আগে গতকাল সকালে প্রথম ম্যাচে বাংলাদেশ ২০-০ পয়েন্টে উড়িয়ে দিয়েছিল সফরকারীদের। আর বিকেলে দ্বিতীয় ম্যাচে বাংলাদে༺শ রাগবি সেভেনস দল ১৯-০ পয়েন্টে নেপাল রাগবি দলকে পরাজিত করে সিরিজ নিশ্চিত করেছিল। এবার তাদের হার🍃িয়ে হোয়াইটওয়াশ করল অধিনায়ক নাদিম মাহমুদের বাংলাদেশ।
প্রথর্মাধে বাংলাদেশ ৫-০ পয়েন্টে এগিয়ে ছিল৷ দ্বিতীয়ার্ধে আরও চড়াও হয়ে খেলে ৩১-০৭ পয়েন꧒্টের জয় পায় স্বাগতিকরা।
জয়ী দলের হয়ে অধিনায়ক নাদমি মাহমুদ র্সবোচ্চ ২১ পয়েন্ট এবং মলিন ও মেহেদী ৫ করে পয়েন্ট র্অজন করেন৷