ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না বিরাট কোহলি। এই✅ ফাঁকে ছুটি কাটাতে সপরিবারে গিয়েছিলেন আরব সাগরের দেশ মালদ্বীপে। কিন্তু সেখান থেকে ফেরেন কোভিড পজিটিভ হয়েছে। তবে সুসংবাদ হচ্ছে, করোনা মুক্তও হয়েছেন এই সাবেক অধিনায়ক।
ক্রিকেটকান্ট্রি জানায়, মা🦋লদ্বীপ থেকে ভারতে নামার পর হাসপাতালে ছুটে যান কোহলি। তবে তখন কিছুই নিশ্চিত হওয়া যায়নি। এখন রিপোর্টে প্রকাশ পেয়েছে যে, কোহলি কোভ🐽িড-১৯ এ সংক্রামিত হয়েছিলেন। অবশ্য ইংল্যান্ড সফরের জন্য দলের সঙ্গে উড়াল দেওয়ার আগে সময়মতো সুস্থও হয়ে ওঠেন তিনি। বিরাটকে লিচেস্টারের রাস্তায় ভক্তদের সঙ্গে ছবিও তুলতে দেখা গিয়েছিল।
এদিকে ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। এখন তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। অশ্বিন দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যেতে পারেননি। তবে ⭕লিচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচ খেলার আগে তিনি দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে, অশ্বিনের ♓কোভিড-১৯ পজিটিভ হꦯওয়ার খবরে বিসিসিআই শঙ্কিত। তারা উদ্বিগ্ন কারণ ধারণা করা হচ্ছে, আরও বেশ কয়েকজন খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ হতে পারেন।
মাত্রই কোভিড-১৯ থেকে সেরে ওঠার কারণে লিচেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কোহলি নাও থাকতে পারেন। তবে, তিনি কঠোর অনুশীলন করছেন এবং সামাজিক যোগাযোগ 𝓀মাধ্যমে অনুশীলনের🐬 ছবিও প্রকাশ করেছেন।