মুমিনুল চাইলে বিশ্রাম নিতে পারে : সাকিব

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০২২, ১২:৪৭ পিএম

মুমিনুল হকের ব𓄧্যাট হাসছে না দীর্ঘ সময়। সর্বশেষ ৯ ইনিংসে তার রান দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেনি। ব্যাটিংয়ে বাজে পারফরম্যান্সের কারণে🦩 অধিনায়কত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয় তাকে।

ব্যাটিং অর্ডারে ব্যর্থতার অন্যতম কারণও মুমিনুল। সাবেক এই অধিনায়কের সামর্থ্য নিয়ে কারও কোনো সংশয় নেই। ▨তবে অনেকেই বলছেন কিছুদিন বিশ্রাম নিলে তিনি হয়তো ফর্মে ফিরতে পারেন। টেস্ট ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসানও জানিয়েছেন, মুমিনুল চাইলে বিশ্রাম নিতে পারে।

সাকিব বলেন, “সে বিশ্রাম নেবে কি না, এটা বলা আমার পক্ষে কঠিন। কিন্তু আমি তার (মুমিনুল) সঙ্গে নিয়মিত ক༒থা বলি এবং♔ আমরা আবার কথা বলব।”

টাইগার অধিনায়ক আরও বলেন, “সে যদি মনে করে যে তার বিরতি দরকার, তাহলে এটা হতেই পারে। ম্যাচের পরই সিদ্ধান্ত নেওয়াটা ভালো কিছু নয়। আমাদের দুই দিনের বিরতি আছে। সেন্ট লুসিয়ায় আমা♑দের অনুশীলনের পরের দিন ভাবা যাবে দলের জন্য কোনটা ভালো।”

অ্যান্টিগা ম্যাচে মু🍃মিনুল বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখেন। তার ব্যাট থেকে দুই ইনিংসে আসে যথাক্রমে ০ এবং ৪ রান।