কোপা আমেরিকার শিরোপা জয়ের পর উড়ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে ফাইনালিসিমা জয়ের পর এস্ত🐼োনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে মেসিরা। ফলে নিজেদের সবশেষ ৩৩ 🌠ম্যাচে অপরাজিত রয়েছে আলবিসেলেস্তারা।
এরই মধ্যে বিশ্বকাপের দিন যত এগুচ্ছে, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের হট ফেবারিটের জায়গায় স্থান দিচ্ছেন অনেকে। কারণ লিওনেল মেসির নেতৃত্বে দꦜলটি যেন দুর্দান্ত ফর্মেই রয়েছে। অনেকেই বলছেন, এমন চলতে থাকলে মেসির হাতে বিশ্বকাপ ওঠাটা বিস্ময়কর কিছু হবে না।
তবে বিশ্ব🌳কাপের আগেই এক সুসংবাদ আর্জেন্টাইন সমর্থকদের জন্য। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হটিয়ে র্যাঙ্কিংয়ে তিনে আসছে আর্জেন্টিনা। এখন ব্রাজিল, বেলজিয়াম এবং ফ্রা𒁏ন্স রয়েছে আর্জেন্টিনার আগে। তবে আগামী সপ্তাহে যে র্যাঙ্কিং প্রকাশিত হবে, তাতে আর্জেন্টিনা উঠে আসবে তৃতীয় স্থানে।
বৃহস্পতিবার (১৬ জুন) আর্জেন্টিনাভিত্তিক স্পোর্টস অনলাইন টিওয়াইসি স্পোর্টস রꦆ্যাঙ্কিং প্রকাশের আগেই এই খবর জানিয়েছে।
শুধু তাই নয়, রেটিং পয়েন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের খুব কাছাকাছিও পৌঁছে যাবে মেসিরা।বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে ব্রাজিল এবং আগ🎐ামী সপ্তাহে প্রকাশিবত্য তালিকায়ও তারা এক নম্বরেই থাকবে।
তবে উয়েফা নেশন্স লিগে খুব বাজে খেলতে থাকা ফ্রান্স গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় তৃতীয় স্থান ছাড়তে হচ্ছে আর্জেন্টিনার কাছে। তবে বেলজিয়াম দ্বিতীয় স্থানেই থাকবে। ২০২২ বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল হত🔯ে যাচ্ছে এই বেলজিয়া🍎ম।
ফিফা র্যাঙ্কিংয়ের সেরা ১০ দেশ ও তাদের রেটিং (আগামী সপ্তাহের তালিকা অনুযায়ী)
১. ব্রাজিল, (১৮৩৮)
২. বেলজিয়াম, (১৮২২)
৩. আর্জেন্টিনা, (১৭৮৪)
৪. ফ্রান্স, (১৭৬৫)
৫. ইংল্যান্ড, (১৭৩৮)
৬. ইতালি, (১৭১৮)
৭. স্পেন, (১৭১৭)
৮. নেদারল্যান্ডস, (১৬৭৯)
৯. পর্তুগাল, (১৬৭৯)
১০. ডেনমার্ক, (১৬৬৫)