উয়েফা নে🔜শন্স লিগে সুইজারল্যান্ডের মোটে একটি জয়ও ছিল না। এই দুর্বলতাকে পুঁজি করেই হয়তো পর্তুগাল নিয়মিত একাদশের অধিকাংশকে বসিয়ে রেখে একাদশ নির্বাচন করেছে।
নিয়মিত একাদশে ৭ পরিবর্তন এনে মাঠে নেমেছিল পর্তুগাল। যার পুরো ফায়দা তুলে নিয়েছিল সুইসরা। জেনেভায় রবিবার রাতে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জিতে নিয়েছে স্বাগতিকরা। একমাত্র গোলটি♊ করেন হারিস সেফেরোভিচ।
ম্যাচ শুরু হতে না হতেই গোল পায় সুইজারল্যান্ড। ঘড়ির কাটা ৫৫ সেকেন্ড পার হতেই পর্তুগালের জালে বল পাঠায় সুইসরা। ম্যাচের প্রথম আক্রম꧒ণেই আসে সাফল্য। ডান দিক থেকে বক্সের মুখে দারুণ ক্রস বাড়ান সিলভান উইডমার। লাফিয়ে উঠে কোনাকুনি হেডে গোলটি করেন সেফেরোভিচ।
১ম মিনিটে পিছিয়ে পড়াটাই কাল হয়েছে পর্তুগালের জন্য। এরপর পুরো ম্যাচজ♔ুড়েই তারা গোল পরিশোধ করার আপ্রাণ চেষ্টা করেও সুইস গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি।
গ্রুপে শীর্ষ স্থানে ছিল পর্তুগাল। এই পরাজয়ে শীর্🅷ষ স্থান হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোরা। চার ম্যাচ🃏ে দুই জয়, এক ড্র ও এক পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে তারা।