ডিউক বল করা শিখছেন মোস্তাফিজ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ১২, ২০২২, ০৪:১৪ পিএম
ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কাছ থেকে ডিউক বলের দীক্ষা নিয়েছেন কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্🦄যান্টিগায় তিন দিনের প্রস্তুতি ম্যাচ চলাকালে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে মাঠে দেখা যꦯায়নি ফিজকে। এই সময়ে ডোনাল্ডের সঙ্গে মিলে ডিউক বলে অনুশীলন করছিলেন তারকা এই পেসার।

সাধারণত সব দেশেই টেস্ট ক্রিকেটে ‍‍`কোকাবুরা‍‍` বলে খেলা হয়। তবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে লম্বা সংস্করণের ক্রিকেটে খেলা হয়ে থাকে ডিউক বলে। মোস্তাফিজ আগে কখনোই ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলেননি। ফলে🐼 ডিউক বল সম্পর্কে ধারণা ছিল না তার। তাই এবার ওয়েস্ট ইন্ডিজে ডিউক বলে অনুশীলন করছেন ফিজ।

বিসিবি প্রকাশিত ভিডিওতে এই প্রসঙ্গে টাইগার কোচ ডোনাল্ড বলেন, ‍‍`মাত্রই একটি সেশন হলো ফিজের সঙ্গে। আইপিএলের পর প্রথম বোলিং করল সে। তাকে বল নিয়ে কিছুটা ধারণা দিলাম। ডিউক বলে সে প্রথম বোলিং করেছে। তার গ্রিপে খুব সূক্ষ্ম পর♌িবর্তন করেছি। তার মনে হচ্ছে, বেশ ভালোভাবে হাত থেকে বেরোচ্ছে বল।‍‍`

ডিউক বল নিয়﷽ে বেশ ভালোই ধারণা আছে ডোনাল্ডের। নিজ ক্যারিয়ারে ইংল্যান্ডে আট টেস্ট ম্যাচে ৪৫ উইকেট নেন তিনি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজে পাঁচ টেস্ট খেলে উইকেট ꦇনেন ২০টি। কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ারের হয়ে প্রায় ১২ বছর খেলেন তিনি। ডিউক বলে খেলে ১৪১ ম্যাচে নেন ৫৩৬ উইকেট।

দক্ষিণ𒁃 আফ্রিকান এই কিংবদন্তি আরও বলেন, ‍‍`কোকাবুরা থেকে এবার ডিউক বলের পালা। যে বলের সঙ্গে 🐈আমি খুব ভালোভাবেই পরিচিত। ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে ও ইংল্যান্ডে টেস্ট ম্যাচে খেলেছি এই বলে। এই বলের সিম বেশ উঁচু। অনেক কাজ করতে হবে এটিতে মানিয়ে নিতে হলে, আগেও যেমন আমরা দেখেছি।‍‍`

কোকাবুরা বলের সঙ্গে ডিউক বলের মৌলিক পার্থক্য সিম বা সেলাইয়ে। ডিউক বলের সিম বেশি খাড়া ও লম্বা সময় ধরে টিকে থাকে। তাই দীর্ঘক্ষণ বল করার পরেও এতে সুইং বেশি করে। 🅰অপরদিকে কোকাবুরা বলের সিম লম্বা সময় ধরে বোলিং করার পর বসে যায়। তাই সেখানে সুইং দীর্ঘস্থায়ী নয়।