পিছিয়ে পড়েও পোল্যান্ডের জালে বেলজিয়ামের গোল উৎসব

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ৯, ২০২২, ১২:২২ পিএম
ছবি- সংগৃহীত

উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সামনে দাঁড়াতেই পারেনি বেলজিয়াম। ফলে ডাচদের কাছে সেদিন ৪-১ গোলের ব্যবধানে হেরে যায় কেভিন ডি ব্রুইন, এডেন হ্যাজার্ডরা। সেই হারে💮র পর পোল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও গোল উৎসব করেছে বেলজিয়াম।  

বুধবার (৮ জুন) রাতে নিজেদের ঘরের মাঠ কিং বাউডুইন স্টেডিয়ামে পোল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। ম্যাচে পোল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন রꦦবার্ট লেওয়ানডস্কি। আর বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেছেন লেয়ান্দ্রো ত্রসার্ড।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিকরা প্রতিপক্ষকে চেপ✤ে ধরে। কিন্তু গোল করতে পারছিলেন না। উল্টো ম্যাচের ২৮ মিনিটের মাথায় রবার্ট লেওয়ানডস্কির গোলে পিছিয়ে পড়ে বেলজিয়াম। তবে বিরতির আগেই ম্যাচের ৪২ মিনিটের মাথায় অ্যাক্সেল উইটসেল গোল করে বেলজিয়াম শিবিরে স্বস্তি ফেরান।

১-১ গোলের সমতায় বিরতি থেকে ফিরে কেভিন ডি ব্রুইনের ৫৯ মিনি💃টের গোলে লিড নেয় বেলজিয়াম। এরপর বাকি সময়ে আরও চারটি গোল করে তারা। ম্যাচের ৭৩ ও ৮০ মিনিটে  ত্রসার্ড জোড়া গোল করেন।

পরে ৮৩ মিনিটের সময় স্কোরশিটে নাম তোলেন লেয়ান্দার ডেনডঙ্কার। নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত যোগ করা♋ সময়ের꧙ তৃতীয় মিনিটে পোল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন লুইস ওপেন্দা।

এ জয়ে নেশনস লিগে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে অবস্থান করছে বেলজিয়াম। সমান 💞ম্যাচে সমান পয়েন্ট থাকলেও গোল গড়ে পিছিয়⭕ে থাকায় তিনে পোল্যান্ড। আর পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের টপার নেদারল্যান্ডস।