স্পেনের বিপক্ষে হার এড়ালো রোনালদোরা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ৩, ২০২২, ১২:৪৮ পিএম

উয়েফা নেশন্স লিগে বৃহস্পতিবার (২ জুন) রাতে সেভিয়ার মাঠে মুখোমুখি হয়েছিল স্পেন ও পর্তুগাল। ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচটিতে  স্পেন এগিয়ে যায় আলভারো মোরাতার গোলে। শেষ দিকে বদলি নেমে সꦉমতা টানেন রিকﷺার্দো হোর্তা। ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

ম্যাচের শুরুতে মাত্র চতুর্থ মিনিটেই ভালো সুযোগ পায় স্পেন। ডি-বক্সের ভেতর থেকে গাভি দারুণ 🍎শট নেন। তবে তার শট রুꦬখে দেন ডিফেন্ডার পেপে। ম্যাচের ১৮ মিনিটে প্রথম ভালো সুযোগ হারায় পর্তুগাল। গোল করার যথেষ্ট সুযোগ থাকলেও ক্রসবারের উপর দিয়ে বল মারেন রাফায়েল লেয়াও।

ম্যাচের ২৫ মিনিটে এগিয়ে যায় স্পেন। গাভি মাঝমাঠ থেকে বল পায়ে এগিয়ে আসেন। ডি-বক্সের ডানদিকে পাবলো সারাবিয়া পায় বল। তিনি মোরাতার দিকে বাড়িয়ে দেন। প্রায় বিনা বাধায় নিচুꦕ শটে গোলটি আদায় করেন জুভেন্টাসের ফরোয়ার্ড।

এর মাত্র ৪ মিনিট পর ব্যবধান দ্বিগু🍃ণ করার সুযোগ হাতছাড়া করে স্পেন। কার্লোস সলেরের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বলে আবারও গোলের সুযোগ পেয়েও গোলবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন ভালেন্সিয়ার মিডফিল্ডার সলের।

দ্বিতীয়ার্ধেও বিবর্ণ ছিল পর্তুগাল। কয়েক বার আক্রমণ করলেও গোল করার মতো জোরালো শট ছিল না। ক্রিস্টিয়ানো রোনালদোও বদলি নামেন। কিন্তু সুবিধা আদায় করতে পারেননি। তবে হো෴র্তার বদলি নামা দলের পক্ষে পয়মন্ত হয়। ম্যাচের ৮২ মিনিটে সমতা টানেন তিনি। ডি-বক্সের ভেতর ফাঁকায় বল পেয়ে গোল আদায় করতে ভুল করেননি ব্রাগার এই খেলোয়াড়। ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।

পর্তুগাল আগামী রোববার (৫জুন) ঘরের মাঠে সুইজারল🔯্যান্ডের মুখোমুখি 🍷হবে।