পর্দা নামল অলিম্পিকের 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ০৯:৫৬ পিএম

১৭ দিনের ক্রীড়াযজ্ঞ শেষে এবার বিদায়ের পালা। ২৩ জুলাই শুরু হওয়া টোকিও অলিম্পিকের সমাপ🐓্তি হলো ৮ আগস্ট। অলিম্পিকের ২৩তম আসর হবে প্যারিসে, ২০২৪ সালে। এবারের অলিম্পিকে পদক পেয়েছে ৯৩টি দেশ। এর মধ্যে অন্তত একটি সোনার করে পদক জেতা দেশের সংখ্যা ৬৫টি। 

অলিম্পিকে ৩৮টি সোনা নিয়ে সবার শীর্ষ♐ে আছে যুক্তরাষ্ট্ꦿর। দুইয়ে আছে চীন। তিনে আছে আয়োজক জাপান। 

এবারের অলিম্পিকে যুক্তরাষ্ট্র পেয়েছে ৩৯টি সোনা, ৪১টি রুপা ও ৩৩টি ব্রোঞ্জ। চীনের দখলে রয়েছে ৩৮টি সোনা, ৩২টি রুপা ও ১৮টি ব্রোঞ্জ। পদকের দিকে তিনে থাকা আয়োজক জাপান পেয়েছে ২৭টি সোনা, ১২টি রুপা ও ১৭টি ব্রোঞ্জ। চতুর্থ স্থানে থাকা রাশিয়ার জিতেছে ২০টি সোনা, ২৬টি রুপা ও ২৩টি ব্রোঞ্🌱জ। পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন, যারা পেয়েছে ২০টি সোনা, ২১টি রুপা ও ২২টি ব্রোঞ্জ। এরপরের অবস্থানে থাকা অস্ট্রেলিয়া জিতেছে ১৭টি সোনা, ৭টি রুপা ও ২২টি ব্রোঞ্জ। সপ্তম স্থানে থাকা জার্মানি জিতেছে ১০টি সোনা, ১১টি রুপা ও ১৬টি ব্রোঞ্জ। ১০টি সোনা, ১১টি রুপা ও ১৬টি ব্রোঞ্জ নিয়ে অষ্টম স্থানে রয়েছে নেদারল্যান্ডস। ইতালি জিতেছে ১০টি সোনা, ১০টি রুপা ও ১৯টি ব্রোঞ্জ। দশম স্থানে থাকা ফ্রান্সের দখলে রয়েছে ৯টি সোনা, ১২টি রুপা ও ১১টি ব্রোঞ্জ। 

এছাড়া ভারত জিতেছে একটি সোনা।

আরও সংবাদ