ব্যালন ডি’অরের শক্তিশালী দাবিদার বেনজেমা : মেসি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ৩১, ২০২২, ০৯:২১ এএম

রিয়াল মাদ্রিদে ১৩ বছরের ক্যারিয়ারের সেরা সময়টা পার করছেন করিম বেনজেমা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫টি অ্যাসিস্টসহ ৪৪ গোল করেছেন তিনি। দলকে পাইয়ে দিয়েছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা। রেকর্ড সাতবারের ব♑্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মতে, কোনো সন্দেহ ছাড়াই এবার এই পুরস্কারের যোগ্য দাবিদার বেনজেমা।

৩৪ বছর বয়সী বেনজেমা লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ—এই দুই প্রতিযোগ🌄িতায় স্কোরিং চার্টের শীর্ষে ছিলেন। রিয়ালকে পরবর্তী ধাপে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে নক আউট পর্বে প্যারিস-সেইন্ট-জার্মেই (পিএসজি) এবং চেলসির বিপক্ষে হ্যাটট্রিক করেছেন।

সোমবার (৩০ মে) আর্জেন্টাইন টেলিভিশনে এক সাক্ষাৎকারে অংশ নেন মেসি। পিএসজি ফরোয়ার্ডের সঙ্গে আলাপচারিতায় নানান প্রস𓄧ঙ্গের পাশাপাশি উঠে আ♎সে ব্যালন ডি’অরের প্রসঙ্গও।

মেসি বলেন, “কোনো সন্দেহ নেই, বেনজেমার🌌 একটি দুর্দান্ত বছর ছিল এবং চ্যাম্পিয়নস লিগও জয় করেছেন। লিগে ১৬ রাউন্ডের পর থেকে সব ম্যাচেই তিনি দুর্দান্ত ছিলেন। আমি মনে করি এ বছর তার ব্যালন ডি’অর জয় নিয়ে সন্দেহের অবকাশ নেই।”