রিয়াল নাকি লিভারপুল, কে জিতবে এবারের চ্যাম্পিয়ন্স লিগ?

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ২৮, ২০২২, ১০:০৮ পিএম
ছবি- সংগৃহীত

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে জাঁকজমকপূর🦩্ণ ও শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এবারের শিরোপা নির্ধারনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় প্যারিসের স্ট্যাড ডি ফ্রান্স স্টেডিয়ামে মাঠে নামবে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ছয়বারের বিজয়ী লিভারপুল।

চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগার শিরোপা জয় করেছে রিয়াল। ফলে ইউরোপিয়ান লিগের শেষ ম্যাচে বেশ ফুরফুরে মেজাজেই মাঠে নামবে বেনজেমা-ভিনিসিয়াসꦇ জুনিয়ররা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্র এক পয়েন্টের জন্য ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা হাতছাড়া হয়েছে লিভারপুলের। তবু এফএ কাপ জয়ী সালাহ-মানেদের সামনে থাকছে রিয়ালের বিপক্ষে মধুর প্রতিশোধ নেওয়ার হাতছানি।

২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও মুখোমুখি হয়েছিল এ দুই দল। উড়ন্ত ফর্মের লিভারপুলকে সেই ফাইনালে খুব একটা লড়তে দেয়নি রিয়াল। গ্যারেথ বেলের জোড়া গোলের সঙ্গে করিম 𝓀বেনজেমার এক গোলে ৩-১ ব্যবধানে সহজেই ম্যাচটি জিতে নিয়েছিল স্প্যানিশ জায়ান্টরা।

ইউর𒁃োপিয়ান প্রতিযোগিতায় শেষ পাঁচ ম্যাচে রিয়ালের বিপক্ষ𝔍ে জয়ের দেখা পায়নি লিভারপুল। এই পাঁচ ম্যাচের চারতিই জিতেছে রিয়াল, ড্র হয়েছে একটি। তবে সবমিলিয়ে আগের আট দেখায় লিভারপুলের জয় তিন ম্যাচে, রিয়াল জিতেছে চারটি আর ড্র অন্য ম্যাচটি।

এর আগে দুইবার ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে দেখা হয়েছে রিয়াল 💙মাদ্রিদ ও লিভারপুলের। ১৯৮১ সালে ইউরোপিয়ান কাপে ১-০ ব্যবধানে জিতেছিল অলরেডরা। তবে সবশেষ ২০১৮ সালের আসরে তারা হেরে যায় ১-৩ ব্যবধানে।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ ১৩বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তাদের আশপাশেও নেই আর কোনো ক্লাব। দ্বিতীয় সর্বোচ্চ সাতবার জিতেছে ইতালিয়ান ক্লা💫ব এসি মিꦯলান। আজ রাতের ম্যাচে জিতলে মিলানের সমান সাতটি শিরোপা হবে লিভারপুলের।

তবে ইংলিশ জায়ান্টদের কাজটি মোটেও সহজ হবে না। কেননা শেষ সাতবার ফাইনালে উঠে একবারও শিরোপা ছাড়া মাঠ ছাড়েনি রিয়াল। সবশেষ ১৯৮১ সালের ফাইনালে লিভারপুলের কাছেই হেরেছিল তারা। সেখান থেকে অনুপ্রেরণা খুঁজে নিতে প🌠ারেন সালাহ-মানেরা।

সম্ভাব্য একাদশ-

লিভারপুল: অ্যালিসন বেকার (গোলকিপার), ট্রেন্ট অ্যালেক্সান্ডার আরনল্ড, ইব্রাহিম কোনাতে, ভার্জিল ফন ডাইক, 💙অ্যান্ডি রব꧙ার্টসন, জর্ডান হ্যান্ডারসন, ফাবিনহো, থিয়াগো আলকান্তারা, মোহামেদ সালাহ, সাদিও মানে ও লুইস দিয়াজ।

রিয়াল মাদ্রিদ: থিবো কর্তোয়া (গোলকিপার), দানি কারভাহাল, এডের মিলিতাও, ডেভিড ꦕআলাবা, ফারল্যান্ড মেন্ডি, টনি ক্রুস, কার্লোস হেনরিক ক্যাসেমিরো, লুকা মদ্রিচ, ফেডে ভালভার্দে, করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়র।