সিঙ্গাপুর জাতীয় দলের নতুন কোচ সালমান বাট

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০২২, ১০:৩৯ এএম
ফাইল ছবি

সিঙ্গাপুর জাতীয় ক্রিকেট দলের নতুন 𒁏প্রধান কনসাল্টিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং ফিক্সিংয়ের দায়ে দীর্ঘদিন নিষিদ্ধ থাকা ক্রিকেটার সালমান বাট। সাবেক বাঁহাতি তারকা এই ব্যাটারকে চলতি বছরের মৌসুমের জন্য দেশটির কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

সেই ১৯৭৪ সাল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সহযোগী দেশের হিসেবে রয়েছে সিঙ্গাপুর। আগামী ৫ মাসে দেশটি আইসিসির ৫টি বড় ট👍ুর্নামেন্ট খেলবে।

এর মধ্যে আগামী জুলাই ⭕মাসে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে সিঙ্গাপুর। এরপর আগস্টে এশিয়া কাপ ক্রিকেটের বাছাই এবং কানাডায় আইসিসি মেন্স চ্যালেঞ্জ ไলিগ খেলবে তারা।

সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী সাদ জানজুয়া বলেন, ‘‘সালমান বাট ꧋সিঙ্গাপুরে অবস্থান করবেন এবং দলের সঙ্গে প্রধান কোচ হিসেবে সফর করবেন। তবে তার চুক্তিটা হবে কনসালট্যান্ট হিসেবে।’’

কোচিংয়ে সালমান বাটকে সিঙ্গাপুরের ꦐস্থানীয় কোচ এবং ট্রেইনাররা সহযোগিতা করবেন। এছাড়া পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক ট্রেইনার জামাল হুসাইন থাকবেন ফিল্ডিং কোচ এবং ট্রেইনার হিসেবে।