মেসিকে স্বাগত জানাতে আইফেল টাওয়ার ভাড়া পিএসজির?

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০৩:৫৯ পিএম

ন্যু ক্যাম্পে আর খেলা হবে না স্প্যানিশ জায়ান্ট বার্সোলোনার সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসির। ক্লাব ও মেসি দুপক্ষের সমঝোতা সত্ত্বেও আর💯্থিক জটিলতার কারণে বার্সায় আর থাকছেন না ফুটবল ♐জাদুকর।

এদিকে মেসির বার্সা ছাড়ার খবরে তাকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে বিশ্বসেরা ক্লাবগুলো। এরইমধ্য চেলসি, ম্যানচেস্টার সিটি ও পিএসজির নাম শোনা যাচ্ছে। তবে এইꩵ দৌড়ে এগিয়ে আছে ফরাসি ক্লাব পিএসজি।

মেসির বন্ধু ও দীর্ঘদিনের ক্লাব সতীর্থ নেইমার খেলেন পিএসজিতেই। এছাড়াও জাতীয় দলের সতীর্থ ডি মারিয়া, লিওনার্💫দো পারেদেস ও মাউরো ইকার্দিও আছেন ফ্রান্সের এই ক্লাবে। তাছাড়া স্বদেশী কোচ মৌরিসিও পচেত্তিনো তো আছেনই।

এর আগে নেইমারকে রেকর্ড দামে বার্সার কাছ থেকে কেনা♚র পরও আইফেল টাওয়ার ভাড়া করে আলোকসজ্জা করে কাতারের মালিকানাধীন ক্লাবটি। তবে এবারও কি এমন কিছু ঘটতে যাচ্ছে? 

মেসিকে দলে টানার ব্যাপারে বেশ আগে থেকেই চেষ্টা চালাচ্ছে নেইমারের দল। তাদে𒆙র আশা কি এবার পূরণ হতে যাচ্ছে♌? অবশেষে পিএসজির অধরা চ্যাম্পিয়ন্স লিগ জেতার ইচ্ছা কি পূরণ হবে? 

জানতে হলে ফুটবল ভক্তদের অপেক্ষা করতে হবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।