ইনজুরিতে তাসকিন-শরিফুল, টেস্টে কি ফিরবেন মোস্তাফিজ?

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০২২, ০৫:৪১ পিএম
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে কাঁধের চোটে পড়েন তাসকিন আহমেদ। এবার চট্টগ্রাম টেস্টে ব্যাটিং করতে গিয়ে ডান হাতের চোটে পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলামও। তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে এই দুই পেসারকে পাওয়া যাবে না। এমন অবস্থার মধ্যে আবারও আলোচনার তুঙ্গে উঠেছে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে টেস্টে ফেরাꦯনো হবে কি না সে বিষয়ে।

বৃহস্পতিবার (১৯ꦕ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি তিনি। তবে দলের প্রয়োজনে ফিজকে লাল বলের ক্রিকেটে ফেরানো হবে বলেও জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যমে নান্নু বলেন, ‘‘মোস্তাফিজের সঙ൲্গে আমার আগামী সিরিজ নিয়ে কথা হয়েছে। নির্বাচক প্যানেল থেকে যেভাবে আলোচনা হয়, সেভাবে কথা হয়েছে। কোনো খেলোয়াড় যখন সেরা ফর্মে থাকে, তখন তাকে অবশ্যই দরকার হয়। যদি আমাদের ওকে দরকার হয় অবশ্যই নেওয়া হবে।’’

গত বছর ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন ൩মোস্তাফিজ। এরপর প্রথমে টিম ম্যানেজম্যান্ট ও পরে নিজের ইচ্ছায় লাল বলের ক্রিকেট থেকে দূরে সরে যান এ বাঁহাতি পেসার। এমনকি বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও তিনি লাল বলের আওতায় নেই।

ঢাকায় দ্বিতীয় টেস্টের ব্যাপারে তিনি বলেন, ‘‘এখন তো আমরা একটা দল ঘোষণা করেছি। মোস্তাফিজ এখ💦ন কুড়ি ওভারের ক্রিকেট নিয়ে ব্যস্ত। এখন যারা আছে পেস বোলার, টিম ম্যানেজম্যান্টের সঙ্গে কাজ করবে। আমার যথ🌱েষ্ট আস্থা আছে তাদের ওপর। আশা করছি ঢাকা টেস্টে ওরাই খেলবে।’’

এ সময় ত🅷াসকিন ও শরিফুলের ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ার খবরও নিশ্চিত করে যান নান্নু। তবু ২১ তারিখ মেডিকেল টিমের রিপোর্টের অপেক্ষা তাদের, ‘আমরা তাসকিনকে হয়তো টেস্ট পাচ্ছি না। সাদা বলের সিরিজে হয়তো পেতে পারি। ২১ তারিখ মেডিকেল টিম থেকে রিপোর্ট পাওয়ার পর আপডেটটা দিতে পারবো। শরিফুলকেও টেস্টে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, ওকে আমরা হয়তো সাদা বলে পেতে পারি।’

উল্লেখ্য, দুই টেস্ট, তিন টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলতে আগামী ৫ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে টেস্ট সিরিজ শুরু হবে ১৬ জুন। পরে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৪ জুন। আর 🔯সাদা বলের দুই সিরিজ শুরু হ♛বে আগামী ২ জুলাই।