সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী বাংলাদেশ টেবিল টেনিস দলকে সংবর্ধনা দিয়েছে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইমিশনার আবুল কালাম আজাদ। এর আগে জুনিয়র অ্যান্ড ক্যাডেট ক্যাটাগরিতে দলগত ইভ🦂েন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জয় করে বাংলাদেসেড় অনূর্ধ্ব-১৯ বালক দল।
বৃহস্পতিবার (১২ মে) মালদ্বীপে বাংলাদেশের হাই কমিশন অফিসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন⛄ুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের ক্রীড়া মন্ত্রী আহমেদ মাহলুফ।
এছাড়া বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ সভাপতি খোন্দকার হাস🅘ান মুনির ও দেশটিতে বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সোহে🀅ল পারভেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাউথ এশিয়া✱ন জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয🀅়নশিপে নিজেদের ইতিহাসে সেরা সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। একটি গোল্ড ও পাঁচটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশের খেলোয়াড়রা। স্বর্ণ অর্জনের এই সাফল্য এনে দেন হৃদয়, রামহিম, নাফিজ ও হাসিব।