চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কঠিন সময় পার করছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক বিরাট কোহলি। এবারের আসরে নয় ম্যাচে নেই কোনো পঞ্চাশোর্ধ ইনিংস। আর সবশেষ ৫ ইনিংসে দুইবার গোল্ডেন ডাক🧸সহ করতে পেরেছেন মাত্র ২২ রান🐟।
বর্তমান সময়ের অন্যতম 🌟সেরা এই ব্যাটারের অফফর্মে চিন্তিত বেঙ্গালুরু ফ্রাঞ্চাইজি। শুধু কি তারাই, ভারতীয় জাতীয় ক্রিকেট দলেরও বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কোহলির রান খরা। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই কোহলিকে ছন্দে ফেরাতে অন্যরকম এক পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় তারকা অলরাউইন্ডার যুবরাজ সিং।
তিন ফরম্যাট মিলিয়ে ২০১৭ স♛ালের আগস্ট থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত ১৭টি সেঞ্চুরি করেন কোহলি। কিন্তু সে বছর ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত আর সেঞ্চুরির দেখা পাননি তারকা এই ব্যাটার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে যুবরাজ কোহলিকে নিয়ে বলেন, ‘‘আমার মতে কোহলিকে তার শুরুর দিনগুলোতে ফিরে যেতে হবে এবং ভাবতে হবে সে মানুষ হিসেবে কেমন ছ🌌িল? সে𒆙 তখন স্বাধীন এক ব্যক্তি ছিল, যে সবসময় ফুর্তি মেজাজে থাকতো। তাকে সেই সব দিনগুলোর দিকে ফিরে তাকাতে হবে।’’
২০১৬ সালের পর থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছরে তার রানের𓆏 গড় ছিল ৬৮.৬৭। কিন্তু এরপর থেকেই তার ব্যাটে রান নেই। বিশেষ করে ২০২০ ও ২০২১ সালে টেস্ট ক্রিকেটে তার গড় মাত্র ১৯.৩৩ ও ২৮.২১। যদিও চলতি বছর ৩৭.৮০ গড় নিয়ে রানে ফেরার ইঙ্গিত﷽ দিচ্ছিলেন। কিন্তু আইপিএলে তার ফর্মে হতাশ তার সমর্থকরা।
ভারতের অন্যতম সেরা এই অলরাউন্ডার আরও যোগ করেন, ‘‘অবশ্যই সে এখন খুশি নয় এবং মানুষও তাকে নিয়ে খুব একটা খুশি নয়। কারণ আমরা কোহলির আরও অনেক বেশ বেঞ্চমার্কꦚ দেখেছি, সেঞ্চুরির পর সেঞ্চুরি করতে দেখেছি। তবে সেরা খেলোয়াড়দের সঙ্গেও এমনটা হয়।’’
যুবরাজ আরও বলেন, ‘‘কোহলির এখন মুক্ত-স্বাধীন মনের মানুষ হতে হবে। সে যদি নিজেকে বদলাতে পারে এবং আগে যেমন ছিল তেমন হতে পারে, তাহলে এর ছাপ খেলায়ও পড়বে। সে নিজেকে এ যুগের সেরা হিসেবে প্রমাণ করেছে এবং কঠোর পরিশ্রমে বিশ্বাস করে।’’