আইপিএল ২০২২

শীর্ষে ওঠার লড়াইয়ে বোলিংয়ে গুজরাট

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২, ০৭:৪১ পিএম
ছবি- সংগ্রহীত

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে শীর্ষে অবস্থান করছে রাজস্থান রয়েলস। তাদের ঠিক নিচে অবস্থান করছে যথাক্রমে নবাগত গুজরাট টাই🎃টান্স ও সানরাইজাꦚর্স হায়দ্রাবাদ। পয়েন্ট তালিকায় এক নম্বরে ওঠার লড়াইয়ে দল দুটি আজ মাঠে নামছে। ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

বুধবার (২৭ এপ্রিল) মু🦹ম্বাইয়ের ওয়াংখেড়🌊ে স্টেডিয়ামে লিগের ৪০তম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

গুজরাট টাইটান্স একাদশ: ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমান গিল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অভিনব মনোহর, ডেভিড মি🔯লার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, লকি ফার্গুসন, য🍌শ দয়াল ও মোহম্মদ শামি।

সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ: অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটকিপার), শশাঙ্ক সিং, ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক ও টি নটরাজন।