চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৭তম ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। তার ৬২ বলে ১২ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১০৩ রানের অপরাজিত ইনিংসে মুম্বাই ইন্ডিয়ান্ꦅসকে ১৬৯ রানের লক্ষ্য দিয়েছে নবাগত ফ্রাঞ্চাইজিটি। আসরে টানা ৭ ম্যাচ জয়হীন মুম্বাই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল।
রোববার (২৪ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংইয়ে নামে লখনৌ। দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় তারা। চতুর্থ ওভারে পেসার বুমরাহ🐻র শেষ বলে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি কক সাজঘরে ফিরে যান ব্যক্তিগত ১০ রান করে।
এরপর অপর প্রান্তে বাকি ব্যাটাররা তেমন কোনো ইনিংস খেলতে না পারলেও অধিনায়ক রাহুল একা হাতে দলকে এগিয়ে নিয়ে যান। মনীশ পান্ডে ২২, দীপক হুদা ১০ ও আয়ুশ বাদোনি ১৪ রান করে রাহুল🥃কে সঙ্গ দেয়ার চেষ্টা করছিলেন। কিন্তু স্টোইনিস ০ ও ক্রুনাল পান্ডিয়া ১ রান করে ফিরলে চাপে পড়েছিল তারা।
কিন্তু লখনৌর অ🤡ধিনায়ক ৬২ বলে ১২ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১০৩ রানের অপরাজিত ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান তুলেছে লখনৌ সুপার জায়ান্টস।
মুম্বাইয়ের বোলিংয়ে রেইলি মেরিডথ ও পোলার্ড নেন ২টি করে উইকেট। এছাড়া বুমরাহ ꩲও সামস নেন ১টি করে।