ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপ𓃲িএল) ২০২২ সালের এই ♏মৌসুমটা বিরাট কোহলি নিঃসন্দেহে ভুলে যেতে চাইবেন। রানের জন্য এত সংগ্রাম তাকে কে, কবে করতে দেখেছে এর আগে? মৌসুমের আট ম্যাচে কোহলি রান পেয়েছেন মাত্র ১১৭।
শনিবার (২৩ এপ্রিল) টানা দ্বিতীয় গোল্ডেন ডাক মেরেছেন কোহলি। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে রয়্যা🎐ল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এই অভিজ্ঞ ব্যাটার শূন্য রানে আউট হয়ে নিজেই অবাক হয়েছেন।
কোহলি তার বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে প্রচুর রান পেয়েছেন। কিন্তু বর্তমানে তার ধারাবাহিক ব্যর্𝕴থতায় পুরো ক্রিকেট বিশ্ব হতবাক। ཧপেশাদার ক্রিকেটে তার সর্বশেষ শতকটি আসে ২০১৯ সালের নভেম্বর মাসে।
সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন ꦉমনে করেন ক্রিকেটে ভারতীয় ব্যাটার অন্ধকার সময় পার করছেন। এবং তিনি আশা করছেন খুব শীঘ্রই অন্ধকার কেটে স্বরূপে ফিরবেন কোহলি।
পিটারসেন বলেন, “কোহলির এখন যে অবস্থা, তার মতো আমিও বেশ কয়েকবার বিপর্যয়ে পড়েছিলাম। এটা নিঃসন্দেহে খারাপ সময়। এই সময়টা বড্ড নিঃসঙ্গ। আমার মনে হয়, সে তাঁর পথ খোঁজার চেষ্টা করছে। আমি মনে করতে পারছি না, এর আগে কখনো সে রান পেতে এতটা সংগ্রাম করেছে। এই অন্ধকার সময় খুব তাড়াতাড়িই কাটবে। কারণ তাকে রানে ফিরতে হবে।”