আইপিএল ২০২২

কলকাতাকে হারিয়ে আবারও শীর্ষে গুজরাট

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২, ০৮:১৩ পিএম
ছবি সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে জয় যেন মামুলি হয়ে গেছেন নবাগত দল গুজরাট টাইটান্সের। লিগে আগের ছয় ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি। আর আজ দুই আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে ৮ রানে হারিয়ে তালিকার শীর্ষে উঠে গেল নবাগত ফ্রাঞ্চাইজিটি। 

শনিবার (২৩ এপ্রিল) মুম্বাইয়ের 🔯ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে আসরের ৩৫তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শুরুটা ভালো ছিল না গুজরাটের। দলীয় ৮ রানে সাজঘরের পথ ধরেন ওপেনার শুভমান গিল (৫ বলে ৭)। তবে দ্বিতীয় উইকেটে ঋদ্ধিমান সাহাকে নিয়ে ৫৬ বলে ৭৫ রানের জুটি গড়ে চাপ সামলে নেন অধিনায়🍎ক হার্দিক।

ঋদ্ধিমান ধীরগতিতে ২৫ বলে ২৫ রান করে আউট হন। এরপর ডেভিড মিলার আর পান্ডিয়া মিলে ৩৫ বলে যোগ করেন ৫০ রান। ২০ বলে ২৭ রানের ইনিংস খেলে মিলার ১৭তম ওভারে ফিরলে ভাঙে এই জুটি। তার বিদায়ের পরের ওভারে পান্ডিয়াও আউট হয়ে যান ৪৯ বলে ৪ বা💞উন্ডারি আর ২ ছক্কায় ৬৭ রান করে।

আগের ম্যাচে ঝড় তোলা রশিদ খান এবার রানের খাꦓতা খোলার আগেই বিদায় নেন। শেষদিকে রাহুল তেয়াতিয়ার ১২ বলে ১৭ রানে কোনোমতে দেড়শ পেরিয়ে ১৫৬ রান করে গুজরাট। শেষ ওভারে এসে বল হাতে নিয়ে ৪ উইকেট শিকার করে লেজটা ছেঁটে দেন আন্দ্রে রাসেল। এছাড়া ২৪ রান খরচায় ৩টি উইকেট নেন কলকাতার আরেক পেসার টিম সাউদি।

জবাবে রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে ফেলে কলকাতা। এমন চাপের মধ্যেই সপ্তম ওভারের প্রথম বলে দলীয় ৩৪ রানে অধিনায়ক শ্রেয়াসও ফিরে গেলে হারের মুখে পড়ে শাহরুখ খানের দলটি♐। পরে রিংকু ঘোষ ২৮ বলে ৩৫ ও অ্যাদ্রে রাসেলের শেষ দিকে ২৫ বলে ৪৮ রানের পরও বাকি ব্যাটারদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রানেই থামে ওপার বাংলার দলটি।

গুজরাটের প💝ক্ষে বোলিংয়ে মোহাম্🅠মদ শামি, ধয়াল ও রশিদ খান নেন ২টি করে উইকেট। 

আরও সংবাদ