ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে আজ গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামছে দুই আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ শুরুর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্♎ধান্ত নিয়েছেন গুজরাটের অধি🌜নায়ক হার্দিক পান্ডিয়া।
শনিবার൲ (২৩ এপ্রিল) মুম্বাইয়ের ডি ওয়াই 🧜পাতিল স্টেডিয়ামে আসরের ৩৫তম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ বিকাল ৪ টায়।
নবাগত দলটি এখন পর্যন্ত ৬ ম্যাচের পাঁচটি জিতেছে। শীর্ষে থাকা রাজস্থান রয়েলস জিতেছে ৭ ম্যাচে পাঁচটিতে। অন্যদিকে সাত ♌ম্যাচে তিন জয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে কলকাতা।
আজকের ম্যাচে দুই দলের একাদশেই আছে পরিবর্তন। গুজরাট একাদশে বিজয় শংকরের জায়গায় দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। আর কলকাতা তিন খেলোয়াড়কে পরিবর্তন করেছে। একাদশে জায়গা হারিয়েছেন অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্স ও শেলডন জ্যাকসন। তাদের জায়গ𒅌ায় এসেছেন টিম সাউদি, স্যাম বিলিংস ও রিংকু সিং।
কলকাতা নাইট রাইডার্স একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, স্যাম বিলিংস (উইকেটকিপার), রিংকু সিং, আন্দ্রে রাসে🌌ল🧔, টিম সাউদি, শিবম মাভি, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
গুজরাট টাইটানস একাদশ: ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমান গিল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, আলজারি 🙈জোসেফ, লকি ফার্গুসন, যশ দয়াল ও মোহম্মদ শামি।