আইপিএল ২০২২

টস জিতে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠাল হায়দ্রাবাদ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২, ০৭:৫৪ পিএম
ছবি সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচ শুরুর আগে টস জিতে বেঙ্গালুরুকে প্রথমে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন।  

শনিবার (২৩ এপ্রি🌸ল) মুম্বাইয়ের ব্রাবোন স্টেডিয়ামে আসরের ৩৬তম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাতꦗ ৮ টায়।

রয়েল চ্যালেঞ্জার্স  বেঙ্গালুরু একাদশ: ফাফ 🌳ডু প্লেসিস (অধিনায়ক), 🌄অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, সুয়শ প্রভুদেসাই, শাহবাজ আহমেদ, দিনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসরাঙ্গা, হর্ষাল প্যাটেল, জশ হ্যাজেলউড ও মোহাম্মদ সিরাজ।

সানরাইজার্স হায়দ্রা🌸বাদ একাদশ: অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটকিপার), শশাঙ্ক সিং, জগদীশা সুচিথ, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, উমরান মালিক ও টি নটরাজন।