আইসিসির মহাব্যবস্থাপক হলেন পিসিবির সিইও ওয়াসিম

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২, ০২:৪৬ পিএম
ছবি সংগৃহীত

আন্তর্জা𓄧তিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট মহাব্যবস্থাপক পদ থেকে গত বছরের নভেম্বর মাসে জিওফ অ্যালার্ডিস সরে যান। এরপর এতদিন পদটি শূন্য অবস্থায় ছিল। এবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এ পদটি নিজের করে নিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান। আগামী মে মাস থেকে এ দায়িত্বে কাজ শুরু করবেন তিনি।

গতকাল শুক্রবার (২♋২ এপ্রিল) আইসিসি এক বিবৃতিতে এই তথ্য ঘোষণা করেছে✅।

ওয়াসিমকে🤪 প্রধান নির্বাহী হিসেবে ৩ বছরের চুক্তিতে নিয়োগ করেছিল পিসিবি। কিন্তু মেয়াদ শেষ হবার চার মাস আগেই তিনি পদ থেকে সরে দাঁড়ান।

দায়িত্ব পেয়ে ওয়াসিম জানাꦇন, ‘‘সম্মানিত বোধ করছি আইসিসিতে যোগ দিতে পারে। সেখানে কাজ করতে🧸 অপেক্ষার তর সইছে না আমার। আগামী দশকের মধ্যে খেলাটির শক্তি বাড়াতে, বিশেষ করে নারী ক্রিকেটের বিশ্বায়নে আমি নিবিড়ভাবে কাজ করবো।’’

খেলোয়াড়ি জীবনে কাউন্ট্রি ক্লাব ওয়ারউইকশায়ার, সাসেক্স এবং ডার্বিশায়ের হয়ে ৫৮টি প্রথম শ্রেণি🃏 ও ৩০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ওয়াসিম। তবে সাবেক এই বাঁহাতি ব্যাটার সাংগঠনিক কার্যক্রমের কারণেই অধিক পরিচিত ক্রিকেটাঙ্গনে।

পিসিবির প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণের আগে লিস্টারশায়ার কাউ🥃ন্টি ক্রিকেট ক্লাবের ক্রিকেট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ছিলেন তি🍒নি। নিজের কাজের ক্ষেত্রে অভাবনীয় অবদান রাখায় ২০১৩ সালে ব্রিটিশ রাজত্বের এমবিই খেতাব পেয়েছেন ওয়াসিম।