শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশই ফেবারিট: মাশরাফি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২২, ২০২২, ০৩:০২ পিএম
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্ট সিরিজে রীত🅠িমত ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে এবার ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রোটিয়াদের বিপক্ষে লজ্জাজনকভাবে হারলেও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কাছে আসন্ন সিরিজে ফেবারিট স্বাগতিক☂রাই।    

গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) সংবাদমাধ্যমে মাশরাফি বলেন, ‘‘আমরা যদি ঘরের মাঠে খেলি আমরা সবসময় আশাবাদী, ফরম্যাট 🔯যেটাই হোক না কেন। যখন ঘরে খেলা নিশ্চিতভাবে আ𝔉মরাই ফেভারিট, যেকোনো দলের বিপক্ষে।’’

নড়াইল এক্সপ্রেস আরও বলেছেন, ‘‘ঘরের মাঠে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, ভারতকে হারিয়েছি। তাহলে শ্রীলঙ্কাকে কেনো নয়? বাংলাদেশে যখন খেলা হবে টেস্ট ক্রিকেট, আমি মনে করি সাপোর্টার থেকে শুরু🐼 করে আমরা সবাই আশাবাদী।’’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে হারের ত🌼িক꧂্ত অভিজ্ঞতা ভুলে বাংলাদেশ ভালো করবে বলে বিশ্বাস করছেন মাশরাফি। দেশসেরা এই অধিনায়কের কথায়, ‘‘আমরা আফ্রিকায় বাজেভাবে হেরে এসেছি যা আশা করিনি। তার মানে এই না আমরা ভালো খেলবো না। আমার বিশ্বাস বাংলাদেশ ইতিবাচক পারফরম্যান্স করবে এবং জিতবে ইনশাআল্লাহ।’’

প্রসঙ্গত, দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্ক🧔া জাতীয় দল। পরে ১৫ মে  মাঠের লড়াই শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়ে। আর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডীয়ামে দ্বিতীয়টি শুরু ২৩ মে থেকে।