বার্সা-রিয়াল মাদ্রিদ-জুভেন্টাসকে শাস্তি দিতে পারবে উয়েফা

ফারজানা ববি প্রকাশিত: এপ্রিল ২২, ২০২২, ১১:৩১ এএম

ইউরোপীয় সুপার লিগ প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকা বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের পক্ষে আদালত যে রায় দিয়েছিল, তা তুলে নিয়েছে। যার ফ🍌লে উয়েফা চাইলে এই তিন ক্লাবকে শাস্তির মুখোমুখি হতে হবে।

একটি স্প্যানিশ আদালত এই তিন ক্লাবের পক্ষে রায় তুলে নিয়েছে, যা এতদ🔯িন তাদের রক্ষা করেছিল ফিফা এবং উয়েফার শাস্তি থেকে।

বৃহস্পতিবার মাদ্🐽রিদের আদালতের নথিতে উল্লেখ করা হয়, আদালত এই তিন ক্লাবের পক্ষে আইনি সুরক্ষা সরিয়ে নিচ্ছে। এখন চাইলে উয়েফা তাদের শাস্তি দিতে পারে। তবে শাস্তি হলেও এটি তাদের সুপার লি𝓰গের পরিকল্পনা এগিয়ে নেওয়া রোধ করবে না।

গত বছর এপ্রিলে ইউরোপের ১২টি ক্লাব সুপার লিগ আয়োজনের ঘোষণা দে🥃য়। ফুটবল বিশ্বে এই ঘোষণা চমক সৃষ্টি করলেও খুশি হতে পারেনি উয়েফা। চাপের মুখে তিন দিনের মধ্যে সরে দাঁড়ায় ইংল্যান্ডের ছয়টি ক্লাবসহ ৯ ক্লাব। তবে এখনো এই প্রতিযোগিতা আয়োজনের আশায় আঁকড়ে আছে তিন ক্লাব।

এই রায়ের ব্যাপারে ক্লাবগুলোর পক্ষ থেকে এখনো কিছু বꦏলা হয়নি। তবে রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে।

গত এপ্রিলে ভিন্ন স্প্যানিশ বিচারক ফিফা এবং উয়েফাকে নির্দেশ দিয়েছিল, এমন কোনো ব্যবস্থা যাতে♏ গ্রহণ না করা হয়, যা সুপার লিগ আয়োজনের প্রস্তুতিতে বাধাপ্রাপ্ত হয়।