নেইমার-এমবাপের গোলে শিরোপার হাতছানি পিএসজির

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২, ০৯:৪৭ এএম

রোববার (১৭ এপ্রিল) রাতে লিগ ওয়ানে শীর্ষ দ্বিতীয় দল মার্সেইয়ের বিপক্ষে মাঠে নেমেছিল প😼্যারিস-সেইন্ট-জার্মেই (পিএসজি)। ম্যাচটি ২-১ গোলে জিতে পয়েন্ট টেবিলে এগিয়ে শিরোপার কাছাকাছি পৌঁছ🦩ে গেল প্যারিসের দলটি।

ম্যাচের ১২ মিনিটেই ൩ভালো সুযোগ পাဣয় পিএসজি। তবে সুযোগ হেলায় হারাননি ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। মাঝমাঠ থেকে মার্কো ভেরাত্তির লম্বা বাড়ানো পাস সহজেই জালে পাঠান নেইমার।

ম্যা🤡চের ১৮ মিনিটে কিলিয়ান এমবাপের শট গোলবারের বাইরে দিয়ে যায়।ꦺ এর খানিক বাদে ডি-বক্সের সামনে থেকে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে যায়।

তবে ম্যাচের ৩১ মিনিটে সমতায় ফেরে ম꧅ার্সেই। ডি-বক্সের ভেতর জটলার মধ্যে পিএসজি খেলোয়াড়রা বল ক্লিয়ার করতে পার🦹েননি। গোলবারের কাছ থেকে বল জালে জড়ান কালেতা কার।

পিএসজি পাল্টা বেশ কয়েকটি 💝আক্রমণ করলেও গোলের সুযোগ পায়নি। ম্যাচের ৪১ মিনিটে মেসি বল জালে পাঠালেও অফসাইডের ফাঁদে পড়েন। প্রথমার্ধের শেষভাগে মার্সেই ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে পিএসজি। রেফারির সাড়া মেলেনি। এরপরই মেসি বল জালে জড়ালে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। তবে ভিএআরে পূর্বের ঘটনার জন্য পেনাল্টি দেওয়া হয়। পেনাল্টি থেকে গোল আদায় করে📖ন এমবাপে।

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে মাঝমাঠ থেকে মেসি পাস দেন এমবাপেকে। ডি-বক্সের ভেতর প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটাতে পারেননি তিনি। খানিক বাদেই মেসির আরেকটি পাসে এমবাপের ব🌃ল জালে জড়ালেও অফসাইডের বাঁশি বাজে। ম্যাচের ৫ মিনিট বাকি থাকলে মার্সেইও অফসাইডের ফাঁদে পড়ে গোলবঞ্চিত হয়।

লিগে ৩২ ম্যাচে ২৩ জয় ও ৫ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৭৪। ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আ𒀰ছে মার্সেই।