আইপিএল ২০২২

টস জিতে বোলিংয়ে গুজরাট

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২২, ০৭:৫৪ পিএম
ছবি সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নবাগত দল গুজরাট ♏টাইটান্স। আসরের পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি। নিজেদের ষষ্ঠ ম্যাচে তারা রাতে মাঠে নামছে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। ম্যাচ শুরুর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে গুজরাট টাইটান্স।

রোববার (১৭ এপ্রিল)🎉 পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আসরের ৩১তম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

কুঁচকির ইনজুরিতে পড়ে ম্যাচ থেকে ছিটকে গেছেন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তার বদলে দলের অধিনায়কত্ব পেয়েছেন আফগান তারকা লেগস্পিনার রশিদ খান। এদিন গুজ🥂রাট একাদশে ২টি পরিবর্তন এনেছে। একাদশ থেকে বাদ পড়ে♕ছেন হার্দিক পান্ডিয়া ও ম্যাথু ওয়েড। 

তাদের জায়গায় ঋদ্ধিমান সাহা ও আলজা🍬রি জোসেফকে সুযোগ দিয়েছে নবাগত ফ্রাঞ্চাইজিট꧑ি। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে চেন্নাই।

এখন পর্যন্ত পাঁচ মꦚ্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে গুজরাট। অন্যদিকে পাঁচ ম্যাচে মাত্র এক জয়ে দশ দলের মধ্যে নয় নম্🌺বরে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই।

গুজরাট টাইটান্স একাদশ: ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমান গিল, বিজয💫় শঙ্কর,ꦉ ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান (অধিনায়ক), আলজারি জোসেফ, লকি ফার্গুসন, যশ দয়াল ও মোহম্মদ শামি। 

চেন্নাই সুপার কিংস একাদশ: রবিন উথাপ্পা, রুতুরাজ গা⭕য়কওয়াড়, মঈন আলি, আম্বাতি রায়ডু, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), এমএস ধোনি (উইকেটকিপার), ডোয়াইন ব্রাভো, ক্র🎃িস জর্ডান, মহেশ থেকশানা ও মুকেশ চৌধুরী।