ই🎀ন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি আসরের ২৫তম ম্যাচে টানা ৪ ম্যাচে জয়হীন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে টপ অর্ডারে পঞ্জাব কিংসের দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও শিখর ধাওয়ানের ফিফটির দেখা পান। পরে শেষ দিকে তরুণ জিতেশ শর্মা ও শাহরুখ খানের ঝোড়ো ব্যাটিংয়ে মুম্বাইকে ১৯৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছে প্রীতি জিনতার দল।
বুধবার (১৩ এপ্রিল) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্ট🔥েডিয়ামে পঞ্জাব কিংসের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে পঞ্জাব দুর্দান্ত সূচনা পায় টপ অর্ডারের দুই ওপেনার মায়াঙ্ক আ🔯গারওয়াল ও শিখর ধাওয়ানের ফিফটিতে। মাত্র ৯ ওভার ৩ বলে দলীয় ৯৭ রানে আগারওয়ালের বিদায়ে ভাঙ্গে এই জুটি।
পঞ্জাব অধিনায়ক আগারওয়াল ৩২ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫২ রান করে মুগান অশ্বিনের বলে ফেরেন। এরপর দুই ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টো (১২) ও লিয়াম লিভিংস্টোন (২) দ্রুত বিদায় নিলে রানের গতি কমে আসে। কিন্তু ওপেনার ধাওয়ান ফিফটির পর💯ও দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু তিনিও বিদায় নেন ৫০ বলে ৭০ রান করে।
পরে শ🔯েষ দিকে তরুণ জিতেশ শর্মার ঝোড়ো ১৫ বলে ৩০ ও শাহরুখ খানের ৬ বলে ১৫ রানে নির্ধ🐼ারিত ২০ ওভারে ৫ উইকেট৬ হারিয়ে ১৯৮ রান করে পঞ্জাব কিংস।