এক ওভারে ৬ উইকেট!

ফারজানা ববি প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২, ০৩:১৪ পিএম
ছবি সংগৃহীত

ক্রিকেট যেমন অনিশ্চয়তার খেলা, ঠিক তেমনি উত্তেজনায় ঠাসা। প্রতি বলে বল🦩ে অনিশ্চিত ফলাফল অপেক্ষা করে। টি-২০ ফরম্যাট এক্ষেত্রে আরও একধাপ এগিয়ে। এখানে পꦉ্রতি বলে বলে চার, ছয় হওয়াটাই যেন স্বাভাবিক। তাই বলে ওভারের ছয় বলে ৬ উইকেট?

এবার তেমনই একটি ঘটনা ঘটেছে নেপালের ক্লাব ক্রিকেটে। গত ১১ এপ্রিল নেপ🌠ালের ক্লাব ক্রিকেটে টি-টোয়েন্টি ম্যাচে দেখা যায় এমন অবাক করা ঘটনা।

নেপাল প্রো ক্লাব চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিꦆল স্পোর্টস দিল্লি ও মালয়েশিয়া ক্লাব একাদশ। মালয়েশিয়া দলের তারকা বোলার বিরানদিপ সিং ম্যাচের ২০তম ওভারে এই দারুণ ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করেন।

দিল্লি বেশ ভালোই খেলছিল। ১৯ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে তাদের রান ছিল ১৩০। বিরানদিপ বোলিংয়ে আসেন। প্রথম বল ওয়াইড দেনౠ তিনি। দ্বিতীয় বলে ব্যাটার ক্যাচ তুলে দেন। এরপরের বলে রানআউট। তৃতীয় বলে সরাসরি স্টাম্পে আঘাত করেন বিরানদিপ। চতুর্থ বলে বোল্ড আউট হন ব্যাটার। পঞ্চম বলে নিজেই ক্যাচ তুলে নেন। পরের বলেও প্রতিপক্ষ ব্যাটারকে আউট করে ডাবল হ্যাটট্রিক পূর্ণ করেন বিরানদ♍িপ।

স্বাচ্ছন্দ্যেই ম্যাচটি জিতে নেয় মালয়েশিয়া ক্লাব একাদশ। দিল্লির নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১🌠৩২ রানের বিপরীতে মাত্র ১ඣ৭.৩ ওভারে মালয়েশিয়া ক্লাব একাদশ ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।