রমিজের প্রস্তাব বাতিল করেছে আইসিসি 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২, ১১:১৬ এএম

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শিডিউলের অভাব উল্🍌লেখ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজার চার দেশীয় টুর্নামেন্টের প্রস্তাবকে নাকচ করে দিয়েছ💟ে।

রোববার (১০ এপ্রিল) দুবাইতে বোর্ড সভায় আইসিসি সদস্যরা রমিজের প্রস্তাবকে ভালো বললেও জানিয়ে দিয়েছেন এটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে জানানো হয়, আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিꦫপি) পরিপূর্ণ এবং এই ধরনের নতুন টুর্নামেন্টের জন্য কোনো আলাদা জায়গা নেই।

একই দিন সভায় যোগ দেওয়া আইসিসির একজন সদস্য জানান, বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে। রমিজের এই প্রস্তাব ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে চমৎকার। কি🍰ন্তু কঠোর সময়সূচཧির কারণে এই প্রস্তাব মাঠে গড়ানো সম্ভব নয়।

আইসিসির পক্ষ থেকে আরও বলা হয়, রমিজ কেবল চার ꧋দেশকে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে চেয়েছেন। এই প্রস্তাবের বাইরের দেশের বোর্ডগুলো খুশি নয়।&nb🅰sp;

পাক ক্রিকেট বোর্ড চেয়ারম্যান রমিজ ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে তার প্রস্তাবিত টুর্নামেন্ট෴ আয়োজন🎐ের কথা ভাবছিলেন।