আইপিএল ২০২২

টস জিতে বোলিংয়ে নবাগত গুজরাট

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৮, ২০২২, ০৭:৪২ পিএম
ছবি সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ১৬তম ম্যাচে মুখোমুখি হচ্ছে মায়াঙ্ক আগারওয়েলের নেতৃত্বাধীন প꧃ঞ্জাব কিংস এবং হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। এর আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্🧸ধান্ত নিয়েছে গুজরাট টাইটান্স। 

শুক্রবার (৮ এপ্রিল) মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটཧায় শুরু হবে ম্যাচটি।

চলতি আসরে দুই দলই তাদের সর্বশেষ ম্যাচে জিতে বেশ আত্মবিশ্বাসী। তবে পঞ্জাব তাদের একটি ম্যাচ হারলেও নবাগত দল গুজরাট প্রতিযোগিতায় এখনও হারের স্বাদ পায়নি। ফলে ২ ম্যাচেই জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে আছে গুজরাট টাইটান্স। অন্যদিকে তি🧸ন ম্যাচে দুই জয়ে ঠিক তাদের পরের অবস্থানেই রয়েছে পঞ্জা🎉ব কিংস। 

পঞ্জাব তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। শ্রীলঙ্কান ব্যাটার ভানুকা রাজাপাকসের বদলে ইংল্যান্ডের জন🎃ি বেয়ারস্টোকে একাদশে ভিড়িয়েছে তারা। অন্যদিকে গুজরাট তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। মিডল অর্ডারে বিজয় শঙ্করের জায়গায় সাই সুধর্শন এবং পেসার বরুণ অরুনের জায়গায় দর্শন নালকান্ডেকে দলে নিয়েছে তারা। এই দুই খেলোয়াড় আইপিএলে তাদের অভিষেক ম্যাচ খেলবে। 

গুজরাট টাইটান্স একাদশ : শুভমান গিল, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), সাই সুধর্শন , হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, অভিনব মনোহর, রশিদ খান, লকি ফার্গুসন, 🌳মোহাম্মদ শাম♍ি ও দর্শন নালকান্ডে।

পাঞ্জাব কিংস একাদশ : মায়াঙ্ক আগারওয়েল (অধিনায়ক), শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান, জিতেশ শর্মꦉা, ওডিয়ান স্মিথ, অর্শদীপ সিং, কাগিসো রাবাদা, রাহুল চাহার ও ভৈবভ অরোরা।