চলতি ইন্ড🐼িয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) 🌠; ১২তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে লখনৌ সুপার জায়ান্টস প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল। ব্যাট করতে নেমে অধিনায়ক লোকেশ রাহুল ও দ্বীপক হুদার ফিফটিতে হায়দ্রাবাদকে ১৭০ রানের টার্গেট দিয়েছে নবাগত দলটি।
সোমব𝓰ার (৪ এপ্রিল) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডি🐻য়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লখনৌ। একে একে বিদায় নেন কুইন্টন ডি কক (১), এভিন লুইস (১) ও মনীশ পান্ডে (১১)।
সেখান থেকে দলের হাল ধরেন ওপেনার অধিনায়ক লোকেশ রাহুল ও দ্বীপক হুদা। ๊এই জুটি ৬২ বলে ৮৭ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন। দলীয় ১১৪ রানের মাথায় হুদা নিজের আইপিএল ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নিদায় নেন ৩৩ বলে সমান ৩ ছয়♒ ও চারে ৫১ রান করে।
তার বিদায়ের পর কাপ্তান রাহুলও তুলে নেন নিজের ফিফটি। এরপর শেষ দিকে রান তোলার তাড়ায় ৫০ বলে ৬৮ রান করে নটরাজনের বꦦলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ব্যাটার। তার ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কার মার।
শেষ দিকে আয়ুষ বাদোনিও ১২ বলে গুরুত্বপূর্ণ ১৯ রান করেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ ꩵরান করেছে লখনৌ।
বোলিংয়ে হাꦛয়দ্রাবাদের পক্ষে ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন ও রোমারিও শেফার্ꦇড ২টি করে উইকেট লাভ করেন।
লখনৌ সুপার জায়ান্টস একাদশ : কেএল রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), মনীশ পান্ডে, এভিন লুইস, দ♒ীপক হুডা, আয়ুষ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, জেসন হোল্ডার, অ্যান্ড্রু টাই, রবি বিষ্ণোই ও আভেশ খান।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ : কেন উইলিয়ামস♐ন (অধিনায়ক), অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, নিকোলাস পুরান (উইকেটকিপার), এইডেন মার্করাম,🐽 আবদুল সামাদ, রোমারিও শেফার্ড, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও ওমরান মালিক।